কলকাতা: বাংলা থেকে বিদায় নেয়নি বর্ষা! ভাদ্র মাস শুরু কিন্তু তাতেও রেহাই দিচ্ছে না বৃষ্টি। এই আবহেই বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে।(Weather Update) সেই বৃষ্টির পরিমাণ আগামী দিনে আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বর্ষণ অব্যাহত।
Read More: ‘গণতন্ত্রের মৃত্যুঘণ্টা!’ কেন্দ্রের আনা বিতর্কিত বিলকে তুলোধোনা মমতার
বুধবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।(Weather Update) আগামী সোমবার পর্যন্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার ভারী বৃষ্টি হবে মূলত পশ্চিমের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলাতে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1958132249137954926
পাশাপাশি, বুধবার থেকেই উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। চলবে ঝোড়া হাওয়া। সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
উল্লেখ্য, সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আগামী শুক্র ও শনিবার মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।