নয়াদিল্লি : রাজধানীর বুকে ফের ছড়িয়ে পড়ল বোমাতঙ্ক।(Bomb Scare) বুধবার সকালে দিল্লির মালব্যনগর ও করোল বাগের দুটি স্কুল ওড়ানোর হুমকি আসে ইমেল মারফত। দ্রুত খালি করে দেওয়া হয়েছে স্কুলগুলি। চলছে বম্ব স্কোয়াডের তল্লাশি। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি বলেই জানা যাচ্ছে। এর আগে সোমবারই অন্তত ৩২টি স্কুল বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। যদিও পরে দেখা যায়, পুরোটাই গুজব। এবার ফের একই হুমকি পেল আরও দুই স্কুল। একটি মালব্যনগরের এসকেভি স্কুল। অন্যটি করোল বাগের অন্ধ্র স্কুল।
Read More: খড়গপুর স্টেশনে লোহার বিম পড়ে মর্মান্তিক মৃত্যু শিশুর! গাফিলতির অভিযোগে বিদ্ধ রেল
সূত্রের খবর, এদিন হুমকি(Bomb Scare) পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে দুই স্কুল কর্তৃপক্ষ। দ্রুত খবর যায় পুলিশে। সঙ্গে সঙ্গে দুই স্কুলেই হাজির হয় স্নিফার ডগ ও বম্ব ডিজপোজাল স্কোয়াড। ঘটনাস্থলে হাজির হয় দমকলও। পুলিশ স্কুল ও পার্শ্ববর্তী এলাকায় তন্নতন্ন করে খুঁজে দেখেও সন্দেহজনক কিছু পায়নি।

উল্লেখ্য, এমন ঘটনা অবশ্য দিল্লিতে নতুন নয়। গত সোমবারই অন্তত ৩২টি স্কুলে উড়ো ফোন যায়, সেখানে বোমা রাখা আছে বলে। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও তল্লাশি করে কোথাও কিছুই পাওয়া যায়নি। দিল্লির দমকল বিভাগ জানিয়েছিল, সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১২টা ২৫ মিনিট পর্যন্ত সময়কালের মধ্য়েই স্কুলগুলিতে ফোন করা হয়েছিল। এসেছিল হুমকি মেলও। এদিনের মতো সেই সময়ও বম্ব ডিজপোজাল ও ডগ স্কোয়াড নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। পরে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, ওই হুমকির সম্পূর্ণই গুজব।
Link: https://x.com/ekhonkhobor18/status/1957838551216693652