সিমলা: মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল হিমাচল প্রদেশ।(Himachal Pradesh)মা নিখোঁজ হয়েছেন, এমনই অভিযোগ থানায় জানায় ছেলে। ৫১ বছর বয়সী মায়ের খোঁজ করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। মা’কে খুন করে মাঠের মধ্যে দেহ ফেলে দেয় সেই ছেলেই। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হিমাচল প্রদেশের সিরমৌর জেলার সারাহান গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Read More: গুজরাটে মেলা চলাকালীন ভেঙে পড়ল আস্ত নাগরদোলা, দু’জন শিশু সহ গুরুতর আহত ৫
জয়ামন্তী দেবীর স্বামী লাচ্চি কুমার মারা যান দুই মাস আগেই। কিছুদিন আগেই মা জয়ামন্তী দেবীর নিখোঁজ হওয়ার অভিযোগ জানায় তাঁর ছেলে পুষ্প কুমার। জয়ামন্তী দেবীর মেয়ে এবং প্রতিবেশীরা পুলিশকে জানান, খুনের নেপথ্যে পুষ্প কুমারের যোগ থাকতে পারে। কারণ সে প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া করত। এরপরই পুষ্প কুমারকে আটক করে পুলিশ। এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগের মামলা দায়ের হয়েছিল।
পরে জিজ্ঞাসাবাদের সময় পুষ্প কুমার স্বীকার করে, সে তার মা’কে খুন করেছে। শনিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির সময় বাড়ির কোনও সমস্যা নিয়ে মায়ের সঙ্গে তার তীব্র কথা কাটাকাটি হয়। মেজাজ হারিয়ে সে ভোঁতা অস্ত্র দিয়ে মাকে আঘাত করে। এরপর শ্বাসরোধ করে মায়ের মৃত্যু নিশ্চিত করে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1957789939229421744?t=s04Yd1bJE0LLfh527hBsyA&s=19
পুষ্প কুমার জানায়, রাতের অন্ধকার এবং বৃষ্টির সুযোগ নিয়ে মৃতদেহ ১০০ মিটার দূরে মাঠে ফেলে আসে অভিযুক্ত। মা’কে খুন করার অভিযোগে পুষ্প কুমারকে গ্রেফতার করে পুলিশ। রাজগড়(Himachal Pradesh)পুলিশের ডেপুটি সুপার ভি সি নেগি জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় জয়ামন্তী দেবীর মাটিচাপা দেওয়া ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত হবে।