হাওড়া: কমবেশি বাড়িতে সারমেয় রাখতে এখন অনেকেই অভ্যস্ত হয়ে পড়েছেন। এবার বাড়িতে বিদেশি কিংবা শংকর প্রজাতির কুকুর রাখলে মানতে হবে এই নিয়ম। নয়া সিদ্ধান্ত অনুসারে, এবার পুরসভার কাছ থেকে নিতে হবে লাইসেন্স। অন্যথায় পুরসভা আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এমনই জানিয়েছে হাওড়া পুরসভা। (Howrah Municipal Corporation)
Read More: বিজেপির অসমে সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা! সমন ২ সাংবাদিককে
হাওড়ার বাসিন্দারা বিদেশি বা শংকর প্রজাতির সারমেয় বাড়িতে রাখলে লাইসেন্স আবশ্যক করল পুরসভা।(Howrah Municipal Corporation)সোমবার হাওড়া পুরসভার তরফে এমনটাই জানিয়েছেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। শুধু সারমেয় নয়, আগামিদিনে বাড়িতে বিদেশি পাখি পুষলেও পুরসভার থেকে লাইসেন্স নিতে হবে বলে এদিন স্পষ্ট জানান মুখ্য প্রশাসক।
জানানো হয়েছে, লাইসেন্সের জন্য হাওড়া পুরসভায় অনলাইনে আবেদন করতে পারবেন। এজন্য বছরে পুরসভার কাছে ১৫০ টাকা ফি-ও জমা দিতে হবে। সেপ্টেম্বর মাস থেকেই পোষ্যের মালিকরা লাইসেন্সের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। আবেদনের সময় পুরসভার কাছে পোষ্যের সাম্প্রতিক কালের ভ্যাকসিনেশনের শংসাপত্র লাগবে। একই সঙ্গে লাগবে পোষ্যের মালিকের আধার কার্ডের মতো পরিচয়পত্র বা নথি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1957810107728949510?t=XDk4ONkq6bIz_OupSdRRHQ&s=19
মুখ্য প্রশাসক জানান, এটা হাওড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। তা মেনেই লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হল। কারণ, অনেক সময়ই দেখা যাচ্ছে বাড়ির কুকুর বাইরে বেরিয়ে প্রতিবেশী কিংবা পথচলতি মানুষের ক্ষতি করছে। যিনি পোষ্যের মালিক তিনি বৈধভাবে কুকুর পুষছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু পোষ্যের মালিকের কাছে যদি লাইসেন্স কিংবা সরকারি নথি থাকে তা হলে এই বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে না। সেজন্যই বাসিন্দাদের একাংশের দাবি মেনেই লাইসেন্স চালু করেছে হাওড়া পুরসভা।
মুখ্য প্রশাসক আরও জানান, হাওড়া পুরসভায় এই প্রথম বিদেশি বা শংকর প্রজাতির পোষ্য সারমেয়র জন্য লাইসেন্স করার প্রথা চালু হল। ইতিপূর্বেই কলকাতা পুরসভায় এই লাইসেন্স করানোর এই পদ্ধতি চালু রয়েছে।