খড়গপুর : মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল খড়গপুর রেলস্টেশন।(Kharagpur Railway Station)মঙ্গলবার সকালে লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি হয়েছে খড়গপুর রেলস্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায়। রেল সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ চলছে খড়গপুরে। ওই কাজের জন্য ৫ এবং ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় বিশালাকার একটি লোহার বিম দাঁড় করানো ছিল। ভবঘুরে শিশুটি লোহার বিমটির নীচে খেলছিল। হঠাৎ প্রকাণ্ড বিমটি পড়ে যায়। শিশুটি তার তলায় পিষ্ট হয়।
Read More: রাধাকৃষ্ণণের বিপক্ষে সুদর্শন রেড্ডি! উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের ‘দক্ষিণী’ মন্ত্র
এরপর তড়িঘড়ি রেলকর্মীরা ছুটে গিয়েছিলেন। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম জানা যায়নি এখনও। তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ। ডিএসপি এবং আইসি (জিআরপি) পরিদর্শনে গিয়েছেন। রেল পুলিশ জানিয়েছে, তারা শিশুটিকে নিয়ে খড়গপুর মহকুমা হাসপাতালে গিয়েছিল। কিন্তু আগেই সে মারা গিয়েছিল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1957834269126193462?t=iGp7l90o5ytrxVPPXazU-A&s=19
রেল পুলিশ এও জানায়, একটি পরিবারের সঙ্গে স্টেশন চত্বরেই(Kharagpur Railway Station)থাকত শিশুটি। স্বাভাবিকভাবেই রেলের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। একটি শিশু বিনা টিকিটে কেন এবং কীভাবে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিল, প্রশ্ন তুলেছেন অনেকেই।