আহমেদাবাদ: মেলার মধ্যে বহু মানুষের ঢল। ৫আর মধ্যেই ভয়ানক ঘটনার সাক্ষী রইল গুজরাটের(Gujarat )নভসারি জেলার বিলিমোরা শহরের বাসিন্দারা। মেলার মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটা আস্ত নাগরদোলা। সেই সোশ্যাল মিডিয়াতে আসতেই নিমেষে ভাইরাল। জানা যাচ্ছে, এই ঘটনার জেরে দুজন শিশু সহ গুরুতর আহত হয়েছেন ৫ জন।
Read More: বিজেপিশাসিত ওড়িশায় নাবালিকার যৌন নিগ্রহ! পেট্রল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি
জানা গিয়েছে, রবিবার গুজরাটের(Gujarat )নভসারি জেলার বিলিমোরা শহরের সোমনাথ মন্দির প্রাঙ্গনে মেলা চলছিল। বহু মানুষ এদিন মেলায় ভিড় জমিয়েছিলেন। মেলা চলাকালীন আচমকাই ভেঙে পড়ে নাগরদোলা। রাত প্রায় সাড়ে ১০ টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ৩২ আসন বিশিষ্ট এই উঁচু নাগরদোলা ভেঙে পড়ে । ঘটনায় দুই শিশু, দু’জন মহিলা এবং নাগরদোলার চালক আহত হন। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে।
মেলা কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে, মোট সাতটি নাগরদোলা চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। দুর্ঘটনা এড়াতে নাগরদোলাগুলি পরীক্ষাও করা হয়েছিল। তারপরও কীভাবে এই দুর্ঘটনা ঘটে গেল তা ভেবেই পাচ্ছেন না উদ্যোক্তারা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1957779528329126337?t=sfP24I32urcKa0LGSizcEw&s=19
পুলিশের ডেপুটি সুপার বি ভি গোহলি জানিয়েছেন, “নাগরদোলায় মোট আট-নয়জন বসে ছিলেন, যাঁর মধ্যে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে বিলিমোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং নাগরদোলার চালক মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাঁকে সুরাটের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।”