নয়াদিল্লি : ১০০ দিনের কাজের(100 Days Work) বকেয়া নিয়ে বাংলার প্রতি কেন্দ্রের দুয়োরানিসুলভ আচরণ নতুন নয়। গত তিনবছর ধরেই মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম প্রকল্পের অধীনে দিনমজুরির কাজের অর্থ পাচ্ছে না বাংলা। এবার ফের ফুটে উঠল মোদী সরকারের বঙ্গ-বিদ্বেষ! দরিদ্রদের রোজগারের জন্য সরকারি প্রকল্প ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এনিয়ে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছিল, তাতে যথেষ্ট ভর্ৎসনা করেই হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল, আমজনতার কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে হবে, আগস্ট থেকেই চালু করতে হবে ১০০ দিনের কাজ। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। এই মামলা গ্রহণ করা হয়েছে। শুনানির সম্ভাবনা চলতি সপ্তাহেই।
Read More: এসএসসি অভিযানের আড়ালে অশান্তি ছড়ানোর পরিকল্পনা, প্রকাশ্যে বিস্ফোরক অডিও ক্লিপ
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বরাবর সরব হয়েছে। শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগে বহু প্রতিবাদ করেছে তৃণমূল। এমনকী দিল্লির দরবারে গিয়েও দাবি পেশ করেছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু জনমুখী প্রকল্প চালু রাখার স্বার্থে তৃণমূলের যাবতীয় প্রচেষ্টা কার্যত ব্যর্থ করেছে কেন্দ্রের প্রতিহিংসাপরায়ণতা। ১০০ দিনের কাজ(100 Days Work) নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদের
Link: https://x.com/ekhonkhobor18/status/1957387019958554628
মাসদুয়েক আগে কলকাতা হাই কোর্টে রাজ্য সরকারের একটি মামলার ভিত্তিতে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনও শর্ত দিতে পারবে কেন্দ্র। তবে ১০০ দিনের কাজ আবার শুরু করতে হবে। সমগ্র প্রকল্প কোনওভাবেই অনির্দিষ্টকাল বন্ধ করে রাখা যাবে না। এই কাজের মাধ্যমেই দারিদ্র্যসীমার নিচে থাকা বহু মানুষের রোজগার হয়। জনস্বার্থে এই কাজ চালু রাখা জরুরি। আগস্টের ১ তারিখ থেকে সেই কাজ চালুর নির্দেশ দেয় হাই কোর্ট। কিন্তু মাসের ১৫ দিন পেরিয়ে গেলেও কাজ চালু হয়নি। উপরন্তু সোমবার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ দ্বারস্থ হল কেন্দ্র।