কলকাতা: আসন্ন দুর্গোৎসব! এর মধ্যেই লাগাতার বৃষ্টি অনেকাংশেই কমে গিয়েছে। তবে এখনও বৃষ্টির দাপট চলবে দক্ষিণবঙ্গ তথা কলকাতাতেও। আগামী সপ্তাহেই চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।(Weather Update)দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। উত্তরের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে ভারী বৃষ্টি।
Read More: মূর্তি তৈরির খরচ নিয়ে মিথ্যাচার! জুনিয়র ডক্টর ফ্রন্টের কাছে ব্যাখ্যা চাইল তৃণমূল
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।(Weather Update)সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কোথাও কোথাও। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সতর্কতা রয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে শুধু হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায়। মঙ্গলবারের পর থেকে আপাতত আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা জারি করা হয়নি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1956617712840347726?t=HP1RYX95gyyflltWmVdazg&s=19
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এখনও ঝোড়ো আবহাওয়া রয়েছে। দক্ষিণ ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আপাতত গভীর সমুদ্রে যেতে তাঁদের নিষেধ করা হয়েছে।