মুম্বই : অবশেষে জল্পনায় পড়ল সিলমোহর। আসন্ন অক্টোবরে বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে(Mumbai Municipal Election)একসঙ্গে লড়বেন উদ্ধব ও রাজ ঠাকরে। শুক্রবার তা নিশ্চিত করেছেন শিব সেনা উদ্ধব গোষ্ঠীর অন্যতম নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত।
Read More: রাজস্থানে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন সেনা আধিকারিকের, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
এদিন সঞ্জয় রাউত জানিয়েছেন, মুম্বই পুরনিগমের আগামী নির্বাচনে(Munbai Municipal Election)উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে একসঙ্গে লড়তে চলেছেন। তাঁরা জয়ী হবেন বলেই আশাবাদী সঞ্জয়। দীর্ঘ ২০ বছর পর সম্প্রতি কাছাকাছি এসেছে দুই ঠাকরে পরিবার। সদ্যই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে দু’দলের। উদ্ধব কোনওরকমে মুম্বই এলাকায় নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছেন। আর রাজ ঠাকরে নিজের ছেলেকেও জেতাতে পারেননি। সে কারণেই বিএমসির ভোটে দুই ভাইয়ের একসঙ্গে লড়ার সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।

প্রসঙ্গত, এবছর পুরভোটে যে দুই খুড়তুতো ভাই হাতে হাত মিলিয়ে লড়বেন, সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। গত মাসেই ফড়ণবিস সরকার হিন্দিকে মহারাষ্ট্রের তৃতীয় সরকারি ভাষা ঘোষণা করেন। এই ত্রিভাষা নীতির তীব্র বিরোধিতা করেন উদ্ধব-রাজ ঠাকরেরা। রাস্তায় নামে শিবসেনার উদ্ধব গোষ্ঠী ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। ওরলিতে অনুষ্ঠিত প্রতিবাদ মঞ্চে একসঙ্গে দেখাও গিয়েছিল দুই দলের প্রধান উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরেকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1956731320194998498?t=1GCJjMSFTilL_kyE7lU6xg&s=19
একযোগে তাঁরা রাজ্যের বিজেপিশাসিত সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। ভাই রাজ ঠাকরেরও পাশে থাকার বার্তাও দেন দাদা উদ্ধব। ঠাকরে পরিবার একত্রিত হওয়ায় অন্তত মুম্বই এলাকায় বিজেপি যে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।