নয়াদিল্লি : স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি পোস্টারকে(Independence Day Poster)ঘিরে বড়সড় বিতর্কের মুখে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। পোস্টারটিতে মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষচন্দ্র বসু, ভগৎ সিংয়ের মাথার উপরে রয়েছে বিনায়ক দামোদর সাভারকরের ছবি! মোদী সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। তাদের দাবি, এমন একজনকে গৌরবান্বিত করার চেষ্টা করা হচ্ছে যিনি একসময় গান্ধীর হত্যাকাণ্ডের এক অভিযুক্ত ছিলেন! নিজেকে মুচলেকায় ‘ইংরেজ সরকারের অনুগত ভৃত্য’ বলা সাভারকর কী করে গান্ধী-নেতাজী-ভগতের সঙ্গে এক আসনে বসতে পারেন? উঠছে প্রশ্ন।
Read More: আগামী সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া! জানাল হাওয়া অফিস
এক্স হ্যান্ডলে সরব হয়েছেন কংগ্রেসের জাতীয় সম্পাদক কেসি বেণুগোপাল। তাঁর কটাক্ষ, “ব্রিটিশদের কাছে ক্ষমাপত্র জমা সাভারকরের মতো মানুষকে গান্ধীজির উপরে রাখা হচ্ছে- সেই অপরিহার্য মহাত্মা যিনি স্বাধীনতা এনে দিয়েছিলে আমাদের।” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, সাভারকরকে পোস্টারে(Independence Day Poster)রেখে জওহরলাল নেহরু ও সর্দার বল্লভভাই প্যাটেলের মতো ব্যক্তিত্বকে জায়গা দেওয়া হয়নি কেন? “প্রতিবার স্বাধীনতা দিবসে মোদির নেতৃত্বে বিজেপি ইতিহাস বিকৃতির পক্ষে একটি করে পয়েন্ট তুলে ধরে। নায়কদের সরিয়ে বিশ্বাসঘাতকদের প্রাধান্য দেয়। অবশ্য যাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের সঙ্গে ষড়যন্ত্র করে বিভাজনের বীজ পুঁতেছিল এবং যাদের ছড়ানো ঘৃণা আজও আতঙ্কিত করে তাদের কাছে আর কী আশা করা যায়?”, বক্তব্য বেণুগোপালের।

উল্লেখ্য, এর আগেও বারবার সাভারকর ইস্যুতে বিজেপির অবস্থান ঘিরে তোলপাড় হয়েছে দেশীয় রাজনীতি। তিনি যে বিজেপি-আরএসএসের তাত্ত্বিক গুরু, তা নিয়ে বিতর্কের অবকাশ নেই। বারবার তাঁকে প্রাধান্য দিয়ে হিন্দুত্ব আবেগকে চাগিয়ে দেওয়াই উদ্দেশ্য, এমনটাই মনে করেন রাজনৈতিক মহলের বড় অংশ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1956623060670599625?t=JzjyFidf96MlIwEaO43OLA&s=19