প্রতিবেদন : মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বারবার জোরপূর্বক ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বদল এসেছে পাঠ্যক্রমে। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। ফের বিতর্কের কেন্দ্রে এনসিইআরটি।(NCERT )ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে ভারত বিভাজন এবং পাকিস্তান সৃষ্টির জন্য মহম্মদ আলি জিন্নার মতোই কংগ্রেসকে দায়ী করে একটি পরিচ্ছদ সংযোজন করতে চলেছে তারা! ইতিমধ্যে পাঠ্যপুস্তকের মডিউল প্রকাশ করা হয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।
Read More: ঠাকরেদের রিইউনিয়ন! মুম্বই পুরনিগমের ভোটে একইসঙ্গে লড়বেন উদ্ধব-রাজ
বিরোধীদের বক্তব্য, মিথ্যাচার বিজেপি ও আরএসএসের অন্যতম চালিকশক্তি। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশভাগ বিভীষিকা স্মরণ দিবসকে মাথায় রেখে আগস্ট মাসে পাঠ্যপুস্তকের নতুন মডিউল প্রকাশ করা হয়েছে।(NCERT )যেখানে বলা হয়েছে, দেশভাগ ছিল মহম্মদ আলি জিন্না, কংগ্রেস এবং মাউন্টব্যাটেনের মিলিত প্রয়াস। দেশভাগের লক্ষ্যে প্রচার চালান জিন্না, যা নাকি সমর্থন করেছিল কংগ্রেস। দেশভাগ বাস্তবায়নের জন্যই নাকি ভারতে পাঠানো হয়েছিল মাউন্টব্যাটেনকে।

জানা গিয়েছে, দেশভাগ সম্পর্কিত বিতর্কিত অধ্যায় সংযোজনে পাঠ্যপুস্তকের বাইরে ষষ্ঠ-অষ্টম এবং নবম-দ্বাদশ শ্রেণীর জন্য পৃথক সংস্করণ তৈরি করেছে এনসিআরটি। এআইসিসির মুখপাত্র পবন খেরা শনিবার দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করা হয়েছে। নতুন মডিউল পুড়িয়ে ফেলা উচিত বলেও দাবি করেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1956735715603361961?t=Qizn0RsHtFd5iF_HXIZ6Xg&s=19
উল্লেখ্য, ক্ষমতায় এসে বিজেপি এনসিইআরটি পাঠ্যপুস্তকে একের পর এক পরিবর্তন এনেছে। একদিকে যেমন মুঘল ইতিহাস বাদ পড়েছে, তেমনই মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের আরএসএস-সংশ্রব সংক্রান্ত তথ্য এবং গুজরাট দাঙ্গাও সরানো হয়েছে। সেই বিতর্কের মধ্যেই এবার নির্দিষ্ট করে ভারতভাগের জন্য একযোগে দায়ী করা হল কংগ্রেস, জিন্না এবং মাউন্টব্যাটেনকে।