কোচবিহার: বিজেপি শাসনাধীন রাজ্যে বারবার আক্রমণ করা হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকদের।(Workar Attack )বারবার সেই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস। এই আবহেই ফের একবার ওড়িশায় হেনস্থার শিকার হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। কেড়ে নেওয়া হয় তাঁর পরিচয়পত্র। অবশেষে ‘দিদিকে বলো’তে ফোন করে বাড়ি ফিরলেন কোচবিহারের বাসিন্দা।
Read More: ফের ভাঙন বঙ্গ গেরুয়া শিবিরে! সদলে তৃণমূলে যোগ শুভেন্দু-ঘনিষ্ঠ রাজ্য বিজেপি সম্পাদকের
জানা গিয়েছে, ছোট শালবাড়ি এলাকার বাসিন্দা মিঠুন বর্মন নামের ওই পরিযায়ী শ্রমিক ওড়িশায় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি অভিযোগ তুলে জানিয়েছেন, বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ ওড়িশা পুলিশ তাঁকে বাংলাদেশি বলে দাগিয়ে থানায় নিয়ে যায়। সেখানে প্রায় ৮-৯ ঘণ্টা আটকে রেখে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ভোটার-আধার কার্ড দেখানো হলেও পুলিশ তা মান্যতা দেয়নি বলেই দাবি শ্রমিকের।

তিনি জানান, “আমি ওড়িশায় কর্মরত ছিলাম। ২৯ জুলাই, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে অফিসের আবাসন থেকে আমাকে তুলে নিয়ে যায় পুলিশ। ৮-৯ ঘণ্টা আটকে রাখে। মোবাইল ও ১০ হাজার টাকা কেড়ে নিয়েছে। নির্যাতন চালায় আমার উপর। আমি সব পরিচয়পত্র দেখানোর পরও ছাড়েনি। সেগুলিকে ভুয়ো বলছিল ওরা। তিনি আরও বলেন, “বিপদে পড়ে এখানকার বিজেপি নেতাদের ফোন করি। ওরা কেউই সাহায্য করেনি। পরে ‘দিদিকে বলো’-তে ফোন করি। ওরা আমাকে বাড়িতে ফিরিয়ে আনে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1956646825307332973?t=Mpuh8ZWtwQTO3wpk7Xgjvw&s=19
প্রসঙ্গত, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা কথা বলায় বাঙালি শ্রমিকদের হেনস্তার অভিযোগ উঠছে।(Workar Attack)যার বিরুদ্ধে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। বারবার এ নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তাতেও বাংলা ভাষার উপর এই চক্রান্ত এবং বাঙালিদের উপর এই হেনস্থার ঘটনা ফের একবার সামনে আসতে সমালোচনা তুঙ্গে উঠেছে।