কলকাতা : বড়সড় বিপাকের মুখে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।(Suvendu Adhikari) এবার তাঁর বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। বৃহস্পতিবার এই মর্মে নতুন করে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয় রাজ্যের তরফে।
Read More: ল’ক্লার্ককে গালিগালাজ ও হেনস্থা! অভিযুক্ত বনগাঁর বিজেপি জেলা সভাপতি
এদিন মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী জানান, এই মামলা শোনার এক্তিয়ার এই মুহূর্তে এই আদালতের নেই। অন্যদিকে মামলা প্রসঙ্গে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, এক্ষেত্রে উপযুক্ত আদালত থেকে অনুমতি প্রয়োজন। আর তা না আনলে এহেন আবেদন শুনতে পারে না বলেও পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় কেটে গিয়েছে এক বছর। কিন্তু এখনও বিচার মেলেনি বলে অভিযোগ। এর প্রতিবাদেই ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেন নির্যাতিতার বাবা-মা। আর এই অভিযান ঘিরে একেবারে রণক্ষেত্র আকার নেয় কলকাতা। বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হতে হয় একাধিক পুলিশ কর্মীকে। এমনকী ডিসি এসএসডি বিদিশা কলিতাকে খুনের চেষ্টার মামলাও দায়ের করা হয়েছে। সেই ঘটনায় অর্জুন সিং ঘনিষ্ঠ এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। মিছিলে সামনের সারিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকেও।(Suvendu Adhikari) অভিযান থেকে কলকাতা পুলিশকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। প্রতিবাদ জানিয়েছেন পুলিশের গৃহিণীরাও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955944550637428749