কলকাতা: ২০১৩ সালের ১৪ অগস্ট মাসে উদ্বোধন হয়েছিল ‘কন্যাশ্রী’ প্রকল্পের।(Kanyashree) ১২ বছর পূর্তিতে ধনধান্য স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে শামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে হাজির ছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। সেই মঞ্চ থেকেই কন্যাশ্রী প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, এই প্রকল্প থেকে উপকার পেয়েছে ৯৩ লক্ষ পড়ুয়া। ৬২ টি দেশের ৫৫২ টি প্রকল্পের মধ্যে প্রথম স্থানে কন্যাশ্রী।
Read More: মার্কিন শুল্কবাণের প্রভাবে ভারতের বরাত বাতিল, দুই দেশের দিকে নজর ক্রেতাদের
এদিন মঞ্চ থেকে কন্যাশ্রী, সবুজসাথীর মতো প্রকল্পগুলোর সাফল্যের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে শীর্ষে কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পের জেরেই স্কুলছুট কমেছে বলে এদিন জানালেন তিনি। সবুজসাথী প্রকল্পে ১ কোটি ৩৮ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে বলেও জানান তিনি। চলতি মাসে ফের সাইকেল দেওয়া হবে বলেও ঘোষণা করেন। এরপরই অভিভাবকদের কাছে তিনি আর্জি জানান, যেন মেয়েদের ছোটবেলায় বিয়ে না দেওয়া হয়। পরিবর্তে লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

এদিনের অনুষ্ঠান থেকে প্রকল্পের(Kanyashree) পাশাপাশি নিজের শৈশবের কথাও স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আবারও ফিরে যান নিজের ছেলেবেলায়। কলেজে ভর্তি হতে গলার হার বিক্রি করতে হয়েছিল বলে জানান তিনি। বলেন, “আমি যে কষ্ট পেয়েছি, ছোটরা যেন তা না পায়।” সেই প্রচেষ্টাতেই মুখ্যমন্ত্রীর এই সমস্ত প্রকল্প।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955931740599673159
কন্যাশ্রী দিবসে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলেও লেখেন, “আজ কন্যাশ্রী দিবস। আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অনেক অভিনন্দন। সমাজে মেয়েদের ক্ষমতায়ণের ক্ষেত্রে এতো অল্প সময়ে এতো বড় প্রভাব অন্য কোন সরকারি প্রকল্পের আছে বলে আমার অন্তত জানা নেই! তাইতো বিশ্বের দরবারেও এটা এতো আদৃত – ৬২টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করে United Nations Public Service Award বিজয়ী। আমি সবসময় মনে করি, যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ কখনো ভালো থাকতে পারে না। সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন।”