কলকাতা : শুক্রবার ১৫ আগস্ট। দেশের স্বাধীনতা দিবসে প্রায় সর্বত্রই ছুটি থাকে। তবে ছুটির আওতায় পড়েন না হাসপাতাল, রেলের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। ফলত এদিনও রেল, বাস, মেট্রো(Kolkata Metro) পরিষেবা সচল থাকছে কলকাতায়। তবে মেট্রো কম চলবে। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এমনটাই। সোম থেকে শনি, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুট অর্থাৎ ব্লু লাইনে মোট ২৬২টি মেট্রো চলাচল করে আপ ও ডাউনে। কিন্তু স্বাধীনতা দিবসে চলবে মাত্র ১৮২ টি মেট্রো। গ্রিন লাইন ১ ও গ্রিন লাইন ২-তেও চলবে কম সংখ্যক মেট্রো।
Read More: তালিকায় বাদ পড়া ভোটারদের নাম প্রকাশ করতে হবে, কমিশনকে নির্দেশ শীর্ষ আদালতের
তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিতই থাকছে। সূত্রের খবর, স্বাধীনতা দিবসে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুট অর্থাৎ ব্লু লাইনে ৯১ টি আপ ও ৯১ টি ডাউন ট্রেন চলবে। দক্ষিণেশ্বর, নোয়াপাড়া, দমদম থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রোটি রোজ যে সময় ছাড়ে, সেই সময়েই ছাড়বে। অপর প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম থেকেও একই সময় ছাড়বে প্রথম মেট্রো। অন্যান্য দিন ব্যস্ত সময়ে ৫ মিনিট পরপর মেট্রো পরিষেবা পাওয়া যায়। কিন্তু শুক্রবার কম মেট্রো চলায় এই সময়ের ব্যবধান বাড়বে। প্রতিদিন রাত ১০.৪০-এ দুই প্রান্তিক স্টেশন থেকে যে বিশেষ মেট্রো চলে, তাও চলবে।(Kolkata Metro)

পাশাপাশি, গ্রিন লাইন-২ রুট বা এসপ্ল্যানেড-হাওড়া রুটে শুক্রবার চলবে মোট ১২৪ টি মেট্রো। ৬২টি আপ ও ৬২ টি ডাউন ট্রেন চলবে। আবার গ্রিন লাইন ১ রুটে চলবে ৯২ টি মেট্রো। এই দুই রুটে অবশ্য পরদিন অর্থাৎ শনিবার, ১৬ আগস্ট একই সংখ্যক মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ওইদিন জন্মাষ্টমী, তাই তুলনায় কম মেট্রো চলবে ওই দুই রুটে। তবে শনিবার ব্লু লাইনে নির্ধারিত সময়ে নির্দিষ্ট সংখ্যক মেট্রো চলবে বলে জানানো হয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955979135735443688