কলকাতা : দেশের ক্রীড়ামহলে নেমে এল শোকের আবহ। প্রয়াত হলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা প্রাক্তন হকি অলিম্পিয়ান ভেস পেজ। বুধবার থেকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)
Read More: টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের দেওয়া হচ্ছে হিন্দু পরিচয়! কাঠগড়ায় বিজেপি সাংসদ
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)জানিয়েছেন, “ভারতীয় ক্রীড়াজগতের অন্যতম কিংবদন্তী ভেস পেজের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। খেলাধুলোয় তাঁর অবদান অপরিসীম যা চিরকাল মানুষ মনে রাখবেন। আমি লিয়েন্ডার পেজ সহ তাঁর সকল পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ও অসংখ্য অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাই।”

পাঁচ দশক আগে হকিতে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় অলিম্পিক দলের সদস্য ছিলেন ভেস পেজ। ১৯৪৫-এ গোয়ায় জন্ম হয় ভেসের। ছোটবেলা থেকে পড়াশনা আর খেলাধুলার প্রতি সমান ভালবাসা ছিল। কলকাতায় মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ভারতের হকি দলে মিডফিল্ডার হিসাবে খেলেছেন। ১৯৭১ সালে বার্সেলোনায় হকি বিশ্বকাপে দেশের হয়ে ব্রোঞ্জ জেতেন। তার পরের বছর মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। স্পোর্টস মেডিসিন নিয়ে তাঁর কাজ বিশ্বজোড়া প্রশংসা কুড়িয়েছে। ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত ভারতের রাগবি ইউনিয়নের সভাপতিও ছিলেন ভেস। নিজের টেনিস জীবনে বারবার বাবার অবদানের কথা উল্লেখ করেছেন লিয়েন্ডার পেজ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955634658538107242?t=QFp21M7XltEATumH8RMoSA&s=19