নয়াদিল্লি: বেশি ক্রমাগত বেড়েই চলেছে আর্থিক জালিয়াতির ঘটনা। প্রতারণা করে অনলাইনের মাধ্যমেই বিপুল টাকা লুটে নিচ্ছে প্রতারকরা। এবার সেই প্রতারণা থেকেই মুক্তি দিতে নয়া নির্দেশ ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার।(UPI Transactions)
Read More: ‘কন্যশ্রী’র ১২ বছর পূর্তি, ধনধান্য থেকে প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
আগামী পয়লা অক্টোবর থেকে সমস্ত পিয়ার-টু-পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা বন্ধ করার জন্য ব্যাঙ্ক ও পেমেন্ট অ্যাপগুলিকে নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।(UPI Transactions) ২৯ জুলাই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা একটি সার্কুলারে বলা হয়েছে আগামী পয়লা অক্টোবর ২০২৫ থেকে ইউপিআইয়ের মাধ্যমে পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা আর পাওয়া যাবে না। এই প্রক্রিয়ার অনুমতি পাওয়া যাবে না। সার্কুলারে জানানো হয়েছে যে, সমস্ত সদস্য ব্যাঙ্ক এবং ইউপিআই অ্যাপগুলি ইউপিআই পি-টু-পি লেনদেন শুরু, রুট বা প্রসেসিং করবে না আর পয়লা অক্টোবর থেকে।

তবে ব্যবসায়ী বা মার্চেন্টরা এই প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন। যেমন- কোনও গ্রাহক যখন ফ্লিপকার্ট, সুইগি, আমাজন বা আইআরসিটিসি অ্যাপে ইউপিআই পেমেন্ট করার চেষ্টা করেন, তখন এই ব্যবসায়ীরা গ্রাহকের ইউপিআই অ্যাপে একটি কালেক্ট রিকোয়েস্ট পাঠান। গ্রাহক সেই রিকোয়েস্ট অনুমোদন করে ইউপিআই পিন দেওয়ার পরেই পেমেন্ট সফল হয়।
কার্যত, কালেক্ট রিকোয়েস্ট বা পুল ট্রানসাকশন ফিচার্সটি ব্যবহারকারীকে ইউপিআই-এর মাধ্যমে অন্য গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার অনুরোধ করতে দেয়। আর এই ফিচার্সের ব্যবহার করে প্রায়ই প্রতারকরা ব্যবহারকারীদের কাছ থেকে অসদুপায়ে টাকা লুট করে থাকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955938729446739976
প্রসঙ্গত, বর্তমানে একজন ইউপিআই ব্যবহারকারী প্রতি লেনদেনে অন্য ব্যক্তির কাছ থেকে সর্বোচ্চ ২০০০ টাকা সংগ্রহ করতে পারেন। সফল পিয়ার টু পিয়ার ক্রেডিট লেনদেনের সংখ্যা প্রতিদিন সর্বাধিক ৫০টির মধ্যে সীমাবদ্ধ। ইউপিআইয়ের প্রথম দিকে যদিও কালেক্ট রিকোয়েস্টের মাধ্যমে জালিয়াতি নিয়মিত হতে দেখা যেত। এনপিসিআই তাই এই কালেক্ট রিকোয়েস্টের সর্বোচ্চ মূল্য ২০০০ টাকা করে সীমাবদ্ধ রাখে আর তারপর থেকে অনেকটাই জালিয়াতি নিয়ন্ত্রণে এসেছে।