দিঘা : এক বিরল ও মহাজাগতিক দৃশ্যের সাক্ষী রইলেন সৈকতশহর দিঘার বাসিন্দারা। বুধবার সকালে সূর্যের চারদিকে দেখা গেল রামধনু রঙের আলোকবৃত্ত।(Solar Halo) দিঘায় জগন্নাথধামের চূড়ায় এই দৃশ্য দেখতে ভিড় জমান পর্যটকেরা। বুধবারের এই ঘটনার ছবি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “দিঘার জগন্নাথধামে প্রভু শ্রীকৃষ্ণের আগমনবার্তা নিয়ে এল রামধনুর আলোকবৃত্ত”, লিখেছেন তিনি।
Read More: ইউপিআই লেনদেনের ক্ষেত্রে বড় বদল! জালিয়াতি রুখতে বন্ধ হতে চলেছে এই পরিষেবা
এদিন প্রায় ঘণ্টাখানেক স্থায়ী ছিল আলোকবৃত্তটি। ছবি ক্যামেরাবন্দি করতে হুড়োহুড়ি পড়ে যায় পর্যটকদের মধ্যে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তা দেখা গিয়েছে। বৃত্ত মিলিয়ে যাওয়ার পরেই কয়েক জায়গায় বৃষ্টি নামে। জ্যোতির্বিজ্ঞানীরা এটিকে বলছেন, ‘সোলার হ্যালো’। আলোর বিচ্ছুরণের ফলেই এই বৃত্ত দেখা যায়। বহু সময় সূর্য এবং চাঁদের ক্ষেত্রে এই রঙিন বৃত্ত দেখা গিয়েছে। লোকমুখে প্রচলিত, এই বৃত্ত যদি চাঁদের পাশে দেখা যায় তাহলে ঝড় বা বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। সূর্যের ক্ষেত্রে এই বৃত্ত দেখা দিলে থাকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা।

এবিষয়ে জ্যোতির্বিজ্ঞানীদের বিশ্লেষণ, আকাশের উচ্চস্তরে বরফকণার মধ্য দিয়ে সূর্যালোক স্থানান্তরের সময় আলোর বিচ্ছুরণ ঘটার ফলেই তৈরি হয় এই সোলার হ্যালো।(Solar Halo) মূলত বৃত্ত আকৃতির হলেও আদতে এটি ষড়ভূজাকার। বিচ্ছুরণের সময় বৃত্তের আকৃতি ধারণ করে। তা থেকেই রামধনু বৃত্ত তৈরি হয়। এটি মূলত ২২ ডিগ্রি পর্যন্ত হতে পারে। দিঘা বিজ্ঞান কেন্দ্রের এডুকেশন অফিসার বিশ্বরূপ দাস বলেন, সূর্যের কাছে যখন আর্দ্রতার পরিমাণ বেশি থাকে তখন বরফের কুচি থেকে আলো পাস করায় এই বৃত্ত দেখা যায়। এটি মূলত একটি আলোকীয় ঘটনা। এমন ঘটনা দেখা যায় আলোর প্রতিসরণের কারণে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955940685816979888