কলকাতা: বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি।(Weather Forecast) তবে আর নয়, ফের বৃষ্টির পূর্বাভাস। বুধবারই মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে বুধবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
Read More: যোগীরাজ্যে মূক ও বধির যুবতীকে অপহরণ করে গণধর্ষণ, গ্রেফতার ২
তবে, উত্তরবঙ্গে সপ্তাহভর দুর্যোগ চলবে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারেও। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের জন্য ঝড়বৃষ্টির কোনও সতর্কতা জারি হয়নি।
তবে উত্তরে রবিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে।(Weather Forecast) রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ভারী বর্ষণ শুরু হবে কালিম্পঙেও। দিনকয়েকের ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। ধস নামতে পারে সিকিমেও। টানা বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে বলেও জানিয়েছে আলিপুর।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955552652294852624
এদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরের চেয়ে কম। বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা বেশি। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।