পুরী : আচমকাই আতঙ্ক ছড়াল পুরীতে। পুরীর জগন্নাথ মন্দিরের(Puri Jagannath Temple) অদূরেই একটি দেওয়ালে দেখা গেল ভয়ংকর হুমকি বার্তা! যা দেখে ভয়ে কাঁটা স্থানীয় বাসিন্দারা। ওড়িশার স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের দাবি, পুরীর জগন্নাথ মন্দিরের অদূরের একটি দেওয়ালে হুমকি বার্তা দেখা গিয়েছে। ওড়িয়া এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা, জঙ্গি হামলায় ধ্বংস হবে জগন্নাথদেবের এই মন্দির! সেই সঙ্গে একাধিক ফোন নম্বর দেওয়া রয়েছে। সেই নম্বরে ফোন করার বার্তাও রয়েছে স্থানীয়দের উদ্দেশে। সুসজ্জিত ওই এলাকায় একাধিক লাইট, লাইট পোস্টও ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। একাধিক দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সূত্র।
Read More: সকালে রাখি পরে রাতেই ধর্ষণ! যোগীরাজ্যে বোনকে খুন করল দাদা
পুরীর জগন্নাথ মন্দিরের(Puri Jagannath Temple) মতো উচ্চ নিরাপত্তা বিশিষ্ট এলাকায় এই ধরনের দেওয়াল লিখন এল কীভাবে, উঠেছে সেই প্রশ্ন। পুরো মন্দির চত্বর এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরায় মোড়া। প্রতিনিয়ত টহল দেওয়ার কথা নিরাপত্তা কর্মীদেরও। সেসব উপেক্ষা করে কে বা কারা এই বার্তা লিখে গেল, এলাকায় লাইট বা লাইটপোস্টগুলিই বা কীভাবে ভাঙা হল, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকাও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955609942561533970
উল্লেখ্য, গত কয়েক মাসে পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে এমন সব কাণ্ড ঘটছে তাতে বেশ আতঙ্কিত সেবায়েতদের একাংশ। কিছুদিন আগে মন্দিরের পতাকা নিয়ে ঈগলের উড়ে যাওয়া, রথযাত্রায় চূড়ান্ত অব্যবস্থা, একাধিক বার পদপিষ্ট হওয়ার পরিস্থিতি, সময়মতো রথ পৌঁছতে না পারা, সবকিছুতেই পুলিশের ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন সেবায়েতরা। জগন্নাথ মন্দিরের মতো হাই সিকিউরিটি জোনের নিরাপত্তায় এত উদাসীনতা কেন? প্রশ্ন তুলেছেন তাঁরা।