প্রতিবেদন : এবার কি গরুকেই জাতীয় পশু(National Animal) হিসেবে ঘোষণার পথেই হাঁটতে চলেছে মোদী সরকার? শুরু হয়েছে তেমনই জল্পনা। চর্চায় কেন্দ্রের রাষ্ট্রীয় গোকুল মিশন। যদিও গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার পথে এখনই হাঁটতে চাইছে না কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এস পি সিং বাঘেল।
Read More: ভোটমুখী বিহারে বিজেপি নেতাদের দুটি ভোটার কার্ড! কমিশনকে ‘ডাকাত’ তকমা তেজস্বীর
সম্প্রতি রাষ্টীয় গোকুল মিশনের বিষয়ে জানতে চেয়েছিলেন বিজেপি নেতা তথা উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তাঁকে লেখা চিঠির জবাবে বাঘেল জানিয়েছেন, ভারতীয় সংবিধানের আর্টিকল ২৪৬(৩) ধারা অনুযায়ী এই বিষয়টি সম্পূর্ণ ভাবে রাজ্য সরকারের আইনাধীন বিবেচ্য একটি বিষয়। এই নিয়ে কোনও পদক্ষেপ নেবে না কেন্দ্র।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955592546681536786
মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত বিষয়ক প্রতিমন্ত্রী এস পি সিং বাঘেল আরও জানিয়েছেন, ২০১৪ সালের ডিসেম্বর মাস থেকে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় গোকুল মিশন চালিয়ে যাচ্ছে। রাজ্যগুলি যাতে আরও উন্নত উপায়ে গরুর রক্ষা, প্রতিপালন, এবং দুগ্ধশিল্পের প্রচার করতে পারে সেই কারণেই এটি শুরু হয়েছিল। পাশাপাশি তিনি সংসদে আরও জানিয়েছেন, ২০২৪ সালে বিশ্বের মোট গোদুগ্ধের ৫৩.১২ শতাংশ দুগ্ধ ভারত থেকেই রপ্তানি করা হয়। যার মোট পরিমাণ ছিল ২৩৯.৩০ মিলিয়ন টন। পাশাপাশি মোষের দুধ রপ্তানি করেছে ৪৩.৬২ শতাংশ।(National Animal)