শ্রীনগর : ফের কাশ্মীরে হামলা চালাল পাক মদতপুষ্ট সন্ত্রাসীরা। এবার বারামুলায় ভারতীয় সেনার ছাউনিতে আক্রমণ চালায় পাকিস্তানের ‘বর্ডার অ্যাকশন টিম’। মূলত জঙ্গি অনুপ্রবেশ করাতেই এই ছক। তবে তা বানচাল করে দিয়েছে ভারতীয় সেনা।(Indian Army) গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান।
Read More: উত্তরে চলবে দুর্যোগ, দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় ঝড়বৃষ্টি! জানাল হাওয়া অফিস
সূত্রে মারফত জানা গিয়েছে, বুধবার রাতে উরি সেক্টরের টিক্কা বর্ডার পোস্টের কাছে বর্ডার বরাবর অনুপ্রবেশ করে সেনাঘাঁটিতে হামলার চেষ্টা করে একদল সন্ত্রাসবাদী। তবে জওয়ানরা সেই হামলার ব্যর্থ করে দেয়। পুরো এলাকা জুড়়ে চলছে সেনার চিরুনি তল্লাশি। জানা যাচ্ছে,পাক মদতপুষ্ট একদল জঙ্গি এই হামলার ঘটনা ঘটিয়েছে।মঙ্গলবার রাতেই অনুপ্রবেশের সময় সেনাবাহিনীর(Indian Army) সঙ্গে তাঁদের গুলির লড়াই হয়। তখনই এক সেনা গুরুতর আহত হন। পরে জানা যায়, শহিদ হয়েছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955558853023801522
উল্লেখ্য, অনুপ্রবেশকারী জঙ্গিরা পাক মদতপুষ্ট বলেই বিশেষ সূত্রে খবর মিলছে। ইন্টেলিজেন্সের তরফে তেমন কোনও হুমকির খবর না থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য এলাকায় সেনাবাহিনীর চিরুনি তল্লাশি এবং অভিযান চলছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর সর্বত্রই সতর্ক রয়েছে ভারতীয় সেনাবাহিনী। বিশেষ সূত্রে আরও জানা যাচ্ছে, ভারতীয় গুপ্তচর সংস্থা গুলি সাম্প্রতিক কালে জঙ্গিদের সক্রিয় লঞ্চ প্যাড এবং সম্ভাব্য অনুপ্রবেশের প্রচেষ্টা সম্পর্কে তথ্য সন্ধানের চেষ্টা করছে। এই জঙ্গি হামলায় জড়িত সন্ত্রাসবাদীর সংখ্যা তিন থেকে পাঁচজনের মতো হতে পারে বলেই অনুমান গোয়েন্দাদের।