বলরামপুর: যোগীরাজ্যে(Uttarpradesh )নারী নির্যাতনের ঘটনা নতুন নয়। রোজ কিছু না কিছু ঘটনা সামনে আসতে থাকে। এবার মূক ও বধির যুবতীর গণধর্ষণের ঘটনা সামনে এল উত্তরপ্রদেশের বলরামপুরে। ঘটনালে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে যোগীরাজ্যে। পুলিশের এনকাউন্টারে জখম অভিযুক্তরা। তারা ইতিমধ্যেই অপরাধ কবুল করেছে বলে দাবি তদন্তকারীদের।
Read More: পুলিশ মিউজিয়ামে শহিদ ক্ষুদিরামের ফাঁসির নথি সংরক্ষণের নির্দেশ মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যায় মামাবাড়ি থেকে ফিরছিলেন ওই যুবতী। সেই সময়ই তাঁকে অপহরণ করে দুই অভিযুক্ত। এরপর এক পরিত্যক্ত ক্ষেতে নিয়ে গিয়ে দু’জন ধর্ষণ করে তাঁকে। তারা পালিয়ে যাওয়ার পর সেই ক্ষেতেই আহত অবস্থায় পড়েছিলেন নির্যাতিতা। তাঁর বাড়ি ফিরতে দেরি হওয়ায় খুঁজতে বেরিয়ে তাঁকে সেখানে খুঁজে পান বাড়ির লোক। অভিযোগে এমনটাই জানা গিয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নির্যাতিতা। তাঁর শারীরিক সংকট না থাকলেও তিনি ট্রমায় রয়েছেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955538347772051958?t=rhtUKSjIvFQBcxYz0QCoZQ&s=19
আরও জানা যাচ্ছে, ঘটনাস্থলের কাছেই ছিল জেলার শীর্ষ আধিকারিকদের বাড়ি। কিন্তু দেখা গিয়েছে, সেখানে সিসিটিভিগুলি অকেজো অবস্থায় রয়েছে। যদিও শেষে পুলিশ সুপারিটেন্ডেন্টের বাড়ির কাছে লাগানো একটি ক্যামেরায় ধরা পড়ে নির্যাতিতা ছুটে বেড়াচ্ছেন। তাঁকে ধাওয়া করেছে দুই অভিযুক্তের বাইক। এরপর পুলিশ দুই অভিযুক্ত অঙ্কুর ভার্মা ও হর্ষিত পাণ্ডেকে গ্রেফতার করে। উল্লেখ্য, এই ঘটনার জেরে ফের একবার যোগীরাজ্যে(Uttarpradesh )নারী নিরাপত্তা প্রশ্নের মুখে।