কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)কাছে এসে পৌঁছেছে ফোর্ট উইলিয়ামে বেঙ্গল হাই কোর্টের রায়ের ঐতিহাসিক নথি। সেই নথিতে উল্লিখিত রয়েছে, ‘ত্রৈলোক্যনাথ বসুর পুত্র ক্ষুদিরাম বসুকে তাঁর অপরাধ প্রমাণ হওয়ায় প্রাণদণ্ড দেওয়া হচ্ছে। এ বিষয়ে সেশন কোর্ট যে ট্রায়াল করেছিল এবং যে রায় দিয়েছিল, তা বহাল রেখে আসামিপক্ষের আবেদন খারিজ করা হচ্ছে।’ আর এদিকে বলিউড সিনেমায় ক্ষুদিরাম বসুকে বলা হয়েছে ক্ষুদিরাম সিং! এর বিরুদ্ধে সোমবার ক্ষুদিরামের ফাঁসির দিনে বিজেপিকে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুলিশ মিউজিয়ামে নথি সংরক্ষণের নির্দেশ দিলেন তিনি।
Read More: মধ্যপ্রদেশে ট্রেনের চালকের আসনে বসে মদ্যপ ব্যক্তি! আতঙ্কিত যাত্রীরা
সূত্রের খবর, এই ঐতিহাসিক নথিটি পুলিশ মিউজিয়ামে সংরক্ষিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।(Mamata Banerjee) সরকারি এই নথিতে দেখা যাচ্ছে, ব্রিটিশ শাসকের পক্ষে হাই কোর্টের দুই বিচারপতি ১৯০৮ সালের ১৩ জুলাইয়ের রায়ে ক্ষুদিরাম বসুর আপিল খারিজ করেন। সিনেমায় সেই ইতিহাসে ক্ষুদিরামের আত্মবলিদানকে কিছুটা হেয় করে দেখানো হয়েছে বলে মনে করেন ইতিহাসবিদরা। কেন ক্ষুদিরাম বসুর পদবি পরিবর্তন করে দেওয়া হবে? কেনই বা তাঁকে পাঞ্জাবের ছেলে বলে উল্লেখ করা হবে? তাহলে কি বাংলার বীর বিপ্লবীদের সংগ্রামের ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে ভাষা সন্ত্রাসীরা? উঠছে প্রশ্ন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955261411392885151?t=F_jApjXiN7Okpw9N1dFr7w&s=19
সাম্প্রতিক সময়ে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলা বললেই ’বাংলাদেশি’ তকমা দিয়ে নির্যাতন চালানো হচ্ছে। ধরানো হচ্ছে এনআরসি’র নোটিশ! চূড়ান্ত অপমান করা হচ্ছে অগ্নিযুগের বিপ্লবীদেরও। এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। ‘‘সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে ‘সিং’ বলা হয়েছে। স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা-সন্ত্রাসীরা? আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসাবে। অসহ্য!’’, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিনি।