কলকাতা: গত সপ্তাহেই নন্দনে বাংলার প্রেক্ষাগৃহে(Bengal Multiplex) বাংলা সিনেমা চালানো নিয়ে বড় সিদ্ধান্ত নেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবার সেই সিদ্ধান্তেই সিলমোহর দিল রাজ্য সরকার। ‘বাংলার প্রেক্ষাগৃহে বাংলা সিনেমা চালানো বাধ্যতামূলক’, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার এক সপ্তাহের মাথায় সেই সিদ্ধান্ত নিয়ে বিবৃতি জারি করল রাজ্য।
Read More: পুরীর জগন্নাথ মন্দির ধ্বংসের হুমকি! দেওয়াল লিখন ঘিরে প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা
গত বৃহস্পতিবার নন্দনে টলিপাড়ার তাবড় প্রযোজক, পরিচালক, সিনেপরিবেশকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবার রাজ্যের তরফ থেকে বিবৃতি জারি করা হল, বছরের ৩৬৫ দিন রাজ্যের সমস্ত সিনেমা হল, মাল্টিপ্লেক্সে(Bengal Multiplex) প্রাইম টাইমে অন্তত একটি করে বাংলা সিনেমা চালাতেই হবে, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষদের উদ্দেশে কড়া নির্দেশ রাজ্য সরকারের।
রাজ্যের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বছরের প্রতিটা দিন হল এবং মাল্টিপ্লেক্সগুলিতে প্রাইম টাইমে অর্থাৎ দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত একটি করে বাংলা সিনেমা চালাতেই হবে। হিন্দি কিংবা দক্ষিণী সিনেমার আড়ালে বাংলা সিনেমার মন্দাবাজারকে চাঙা করতেই নয়া সিদ্ধান্ত রাজ্যের। বর্তমানে রাজ্যজুড়ে যখন বাঙালি অস্মিতায় শান দেওয়া হচ্ছে, তখন সেই আবহেই বাংলা সিনেমাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী পদক্ষেপ, এমনটাই মনে করছেন টলিউডের অন্দরমহল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955631815865049392
ধুঁকতে থাকা সিঙ্গলস্ক্রিনগুলিকে ব্যবসার স্বার্থেই এযাবৎকাল মুম্বইয়ের প্রযোজনা সংস্থার শর্তের কাছে মাথা নোয়াতে হত। ফলে কোণঠাসা হতে হত বাংলা সিনেমাকে। তার সমাধান খুঁজতেই গত সপ্তাহে মন্ত্রী অরূপ বিশ্বাস নন্দনে বৈঠকে বসেন। সেখানে এই পদক্ষেপের আভাস মেলে। এযাবৎকাল মেগাবাজেট হিন্দি সিনেমার গুঁতোয় কখনও ভালো ব্যবসা করা বাংলা ছবিকে হল থেকে উৎখাত করা হয়েছে, আবার কখনও বা ব্যবসার স্বার্থে বাংলা সিনেমার শো কমিয়ে দেওয়া হয়েছে মারাত্মক হারে। যার প্রভাব সরাসরি পড়েছে বাংলার ছবির ক্যাশবাক্সে। তবে এবার থেকে রাজ্যের হলগুলিতে প্রাইম টাইমে চলবে বাংলা ছবি। রাজ্যের নয়া সিদ্ধান্ত খুশি টলিপাড়া৷