কলকাতা: সম্প্রতি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে মন্ত্রীদের ভূমিকা ও কর্তব্য নির্দিষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে প্রতি সপ্তাহে অন্তত একবার করে যেতে হবে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের। শুধু তাই নয়, জেলাশাসকের সঙ্গে যোগাযোগ রেখে আমজনতার সমস্যা সমাধানে একজোটে কাজ করতে হবে। মন্ত্রীদের দায়িত্ব স্থির করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)
Read More: নির্বাচন কমিশনের কাছে এসআইআর নিয়ে সদুত্তর নেই! ভুয়ো ভোটার ইস্যুতে সরব অভিষেক
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর এই নির্দেশিকায় বলা হয়েছে, কর্মসূচির সময়কালে ব্লক স্তরের সিদ্ধান্তগুলি তদারকি করতে জেলাশাসকের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে যোগাযোগ রাখতে হবে। প্রশাসনিক স্তরে কোনও জটিলতা বা সমস্যা হলে তা সমাধানের জন্য জেলাশাসকের সঙ্গে একজোট হয়ে কাজ করতে হবে। এছাড়াও শিবির সংক্রান্ত সমস্ত কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে জেলাশাসকের সঙ্গে নিয়মিত পর্যালোচনা বৈঠক করতে হবে মন্ত্রীদের।

উল্লেখ্য, আমজনতার এলাকাভিত্তিক সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) এই প্রকল্প শুরু করেছেন। ২ অগস্ট থেকে শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়নের কাজ। প্রশাসনের কর্তাদের মতে, এটি এক অনন্য মৌলিক উদ্যোগ। যা রাজ্যের নাগরিকদের শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দুতে সম্মানের সঙ্গে স্থান দেয়। এটি শুধু সরকারি কোনও প্রকল্প নয়, নাগরিক কেন্দ্রিক বিপ্লব। যেখানে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955189927307878681