কলকাতা : ফের মন্ত্রিসভার বৈঠক আয়োজিত হতে চলেছে নবান্নে। সোমবার মন্ত্রিসভার বৈঠক করে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার সকালেই আগামী মন্ত্রিসভার বৈঠকের(Cabinet Meeting) নির্ঘণ্ট জানিয়ে বিজ্ঞপ্তি জারি করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। আগামী ১৮ আগস্ট মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে।
Read More: ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোয় দুর্বল হয়েছে রুশ অর্থনীতি! দাবি ট্রাম্পের
নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সোমবার বিকেল চারটেয় নবান্নে মন্ত্রিসভার বৈঠক(Cabinet Meeting) বসবে। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী-সহ তাঁর মন্ত্রিসভা। ‘দুর্গা অঙ্গন’ সাংস্কৃতিক কেন্দ্র তৈরি, কলকাতা শহরে ছোট জমিতে বাড়ি নির্মাণ নীতি থেকে শুরু করে শালবনীতে জোড়া বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে সোমবারই। কেন মুখ্যমন্ত্রী আবারও জরুরি ভিত্তিতে এই বৈঠক ডেকেছেন, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে নবান্নের অন্দরমহলে।

এক সূত্রের অনুমান, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত ক্রমশ বাড়ার পাশাপাশি বিজেপিশাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিষয় নিয়েই আগামী মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। তাই এক সপ্তাহের ব্যবধানে ফের মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955228337565208933