গোয়ালিয়র : পেরিয়ে গিয়েছে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। অথচ দেখা নেই চালকের! স্বাভাবিকভাবেই বিরক্ত হয়ে পড়েছিলেন যাত্রীরা। এরপর খোঁজ নিতে গিয়ে যা জানতে পারলেন, তাতে প্রত্যেকেরই চক্ষু চড়কগাছ। এক অজ্ঞাতপরিচয় একজন বসে রয়েছেন লোকো পাইলটের আসনে। সেই ব্যক্তির দাবি, ট্রেন তাঁকেই চালাতে দিতে হবে! ঘটনায় চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশের(Madhya Pradesh)গোয়ালিয়র স্টেশনে।
Read More: বিজেপির রাজস্থানে অবাধে চলছে নারীদের নিলাম! বাংলার নাবালিকা পাচারে গ্রেফতার ৬
সূত্র মারফত খবর, গত সোমবার গোয়ালিয়র(Madhya Pradesh) থেকে মোরেনার সুমাবলি-সবলগড়গামী ট্রেন গোয়ালিয়র স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার জন্য প্রস্তুত ছিল। ঠিক সেই সময় চালকের অবর্তমানে ট্রেনের লোকে পাইলটের কেবিনে ঢুকে পড়েন এক ব্যক্তি। চালকের আসনে বসে মনের আনন্দে ট্রেনের নানা সুইচ টিপতে থাকেন তিনি। ট্রেন চালু করার জন্য লোকো পাইলট সেখানে এসে এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান। তিনি ওই ব্যক্তিকে ট্রেন থেকে নেমে আসার অনুরোধ করেন। উত্তরে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “ট্রেন আজ আমি চালাব।”

সেই ব্যক্তিকে বুঝিয়েও কোনও কাজ হয়নি। এদিকে ঘটনার কথা জানার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন অনেকেই। কেউ কেউ ঘটনার ভিডিও করতে থাকেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই অবস্থায় রেল পুলিশকে খবর দেন লোকো পাইলট। দীর্ঘ নাটকের পর পুলিশ জোর করে ওই ব্যক্তিকে ট্রেন থেকে নামায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তিনি মদ্যপ ছিলেন কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি, তিনি মানসিকভাবে অসুস্থ কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দীর্ঘক্ষণ ধরে এই নাটক চলার জেরে প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি গোয়ালিয়র স্টেশন থেকে নির্ধারিত গন্তব্যের দিকে রওনা দেয়। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955260051209265191