কানপুর : স্বাস্থ্যব্যবস্থার ভয়াবহ পরিস্থিতি ফের ফুটে উঠল বিজেপিশাসিত উত্তরপ্রদেশে।(Uttar Pradesh) কার্যত বিনা চিকিৎসায় ১১ ঘণ্টা হাসপাতালে পড়ে থাকার পর অবশেষে মৃত্যু হল এক যুবকের! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের কানপুরের দেহাত মেডিক্যাল কলেজে।
Read More: ফের নিম্নচাপ, রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা! কী জানাচ্ছে হাওয়া অফিস
সূত্র মারফত জানা গিয়েছে, বছর ২৫-এর মৃত ওই যুবকের নাম সুন্দর। শনিবার দুপুর ১টা ১৫ নাগাদ অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি ওই যুবককে মেডিক্যাল কলেজের এমারজেন্সিতে ভর্তি করে দেন। অত্যন্ত গুরুতর অবস্থায় বমি করছিলেন যুবক। কথা বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না তিনি। তাঁকে কানপুরের হাললেট হাসপাতালে রেফার করা হয়। তবে যুবককে নিয়ে যাওয়ার মতো কেউ ছিলেন না। এই অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেন। অনুরোধ জানানো হয়, রোগীকে নিয়ে যাওয়ার জন্য কাউকে পাঠানো হোক। হাসপাতাল কর্তৃপক্ষের(Uttar Pradesh) দাবি, থানা থেকে কেউ না আসায় হাসপাতালেই পড়ে থাকেন রোগী। এভাবে হাসপাতালে কোনও চিকিৎসা ছাড়া প্রায় ১০ ঘণ্টা পড়ে থাকার পর রাত্রি ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকের মৃত্যুর পর হাসপাতালের কর্মীরা মৃতদেহ ওয়ার্ডেই ফেলে রাখেন। রাতভর দেহ পড়ে থাকার ফলে দেহ পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। বাকি রোগীরা সেই ঘর ছেড়ে চলে যান। রবিবার সকালে রোগী ও পরিজনের কাছ থেকে বিষয়টি জানার পর তৎপর হয় কতৃপক্ষ। বিষয়টি জানার পর জেলাশাসক নিজে হাসপাতালে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন ও হাসপাতাল কতৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। এরপর সকাল ৯টার দিকে দেহ পাঠানো হয় মর্গে। স্বাস্থ্যব্যবস্থার এহেন গাফিলতি সামনে আসায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালের বাকি রোগীদের মধ্যে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955195922230788499