কলকাতা: বিরোধীদের নির্বাচন কমশম ঘেরাও অভিযান নিয়ে রণক্ষেত্র রাজপথ। সোমবার ইন্ডিয়া জোটের সাংসদদের উপর দিল্লি পুলিশের বর্বরতা নিয়ে এবার ফুঁসে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee )শান্তিপূর্ণ প্রতিবাদে দিল্লি পুলিশ “বর্বরের মতো মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে।”এমনই অভিযোগ তুলে অভিষেক হুঙ্কার দিয়ে জানান, প্রয়োজনে ফের কমিশন ঘেরাওয়ের ডাক দেবেন। এভাবে দমানো যাবে না বলেও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল গতকাল। অশান্তি ছিল না। ৩০০ জনপ্রতিনিধি গিয়েছিলেন, ৫ থেকে ৭টি প্রশ্নের জবাব চাইতে। নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি। মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে অতিসক্রিয় দিল্লি পুলিশ।” এরপরই লড়াই জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।
উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সংসদ ভবন থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের অফিস ঘেরাও। পরিস্থিতির অবনতি হতে পারে ভেবে কমিশনের তরফে বিরোধী শিবিরকে চিঠি পাঠিয়ে জানানো হয়, এই ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত কমিশন। তবে তার আগেই মিছিল শুরু হয়ে যায়। এরপরই মিছিল ব্যারিকেড দিয়ে আটকায় দিল্লি পুলিশ। পুলিশি বাধার মুখে পড়ে সাংসদরা রাস্তাতেই বসে পড়েন। এমনকি মহিলা সাংসদরা শাড়ি পরেই ব্যারিকেডের উপর চড়েন। এহেন পরিস্থিতিতে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1954899773921886468
মিছিল থেকে স্লোগান ওঠে ‘গলি গলি মে শোর হ্যায়, নরেন্দ্র মোদি চোর হ্যায়’। কার্যত, দিল্লি পুলিশের তরফে মিছিল আটকানোর আপ্রাণ চেষ্টা চলে। দুপক্ষের ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র, মিতালি বাগ। এ নিয়ে সোমবারই সোশাল মিডিয়ায় বিজেপিকে একহাত নেয় তৃণমূল। ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেয় তাঁরা। এহেন সুরই শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) মুখে।