বারগড় : ফের প্রশ্নের মুখে পড়ল বিজেপিশাসিত ওড়িশার নারী সুরক্ষা। গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক নাবালিকা! সোমবার ভয়াবহ এই ঘটনা ঘটেছে বারগড় জেলার ফিরিংমল গ্রামে। নাবালিকার শারীরিক অবস্থা অন্ত্যন্ত গুরুতর বলে জানা গিয়েছে। চলতি মাসে এই নিয়ে চতুর্থবার এমন ঘটনা ঘটল ওড়িশায়।
সূত্র মারফত জানা গিয়েছে, নাবালিকা অষ্টম শ্রেণির ছাত্রী। তার বয়স মাত্র ১৩ বছর। কোনও অজ্ঞাত কারণে তিনি নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। দগ্ধ অবস্থায় এলাকার একটি ফুটবল মাঠ থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। সেখান থেকে দ্রুত পাঠানো হয় বারগড় জেলার সদর হাসপাতালে। অত্যন্ত গুরুতর অবস্থায় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন নাবালিকা। তবে কী কারণে সে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল তা জানানো হয়নি। চলছে তদন্ত।
উল্লেখ্য, এই নিয়ে চলতি মাসে ওড়িশায় গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন চার জন। যার মধ্যে ৩ জনেরই মৃত্যু হয়েছে। গত ১৪ জুলাই বালেশ্বর কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। তবে সেই অভিযোগের ভিত্তিতে অন্তর্বর্তী তদন্তের কথা বলা হলেও কোনওরকম তৎপরতা দেখায়নি কলেজ কর্তৃপক্ষ। যার জেরে অপমানে আত্মঘাতী হন ওই তরুণী। এরপর গত ১৯ জুলাই বালাঙ্গায় এই ঘটনা ঘটান আর এক নাবালিকা। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ আগস্ট মৃত্যু হয় তার। গত ৬ আগস্ট কেন্দ্রপাড়া জেলায় একইভাবে আত্মঘাতী হন তৃতীয় বর্ষের এক কলেজ ছাত্রী।