পাটনা : ভোটার তালিকা বিতর্কে এবার নাম জড়াল খোদ বিজেপি জোটশাসিত বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। দু’টি ভোটার কার্ড রয়েছে তাঁর! দুই কেন্দ্রের ভোটার তালিকায় জ্বলজ্বল করছে তাঁর নাম। বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে তাঁকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন।
ভোটার তালিকায় নাম সংযোজন ও বিয়োজন নিয়ে কাটাছেঁড়া চলছে বিহারে। আরজেডি নেতা তেজস্বী যাদব দাবি করেন, বিজয়ের নাম রয়েছে ভোটার তালিকায় দু’জায়গায়! পাটনার লখিসরাই এবং বাঁকিপুর, দুই কেন্দ্রেই তাঁর নাম পাওয়া যাচ্ছে বলে অভিযোগ আনেন তেজস্বী। রাজ্যের উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিও তোলেন তিনি। “বিজয়ের ইপিআইসি নম্বর দু’টি। সুতরাং হয় তিনি হয় তিনি এই দুটি ইপিআইসি নম্বর ইস্যু করার জন্য নথিতে স্বাক্ষর করেছেন, নয়তো পুরো বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াটিই আসলে ধাপ্পাবাজি”, সাফ জানান তিনি।
উল্লেখ্য, রবিবার বিজয়কে নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধনের পরেও কেন তাঁর কাছে দু’টি ভোটার কার্ড রয়েছে, তার জবাব চেয়ে কমিশন নোটিশ পাঠিয়েছে বলে জানান এক আধিকারিক। তবে প্রশ্ন উঠছে, ভুয়ো ভোটার বাদ দিতে যে রাজসূয় যজ্ঞ করেছিল কমিশন, তা কি আদৌ সঠিকভাবে করা হয়েছে? যদি যথাযথ প্রক্রিয়ায় সংশোধন করা হয়ে থাকে তাহলে এক ব্যক্তির নাম কী করে দুই জায়গায় থেকে গেল? উঠছে প্রশ্ন।