কলকাতা: সারা কলকাতা তথা দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি জারি রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলেই যাচ্ছে। বৃহস্পতিবারও একই চেহারা দেখা যাচ্ছে দক্ষিণে। কিন্তু আগামি শুক্রবার থেকেই পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার। উন্নতি হবে আবহাওয়ার। তবে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি। কমবে বৃষ্টির পরিমাণ। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি কমতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনিবার থেকে কলকাতায় বাড়বে তাপমাত্রা। সঙ্গে জলীয় বাষ্প থাকায় বাড়বে অস্বস্তি।
শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভাসতে পারে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদহ। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।