নয়াদিল্লি: দীর্ঘ টানাপোড়েনের পর ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার। তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। এর মধ্যেই ৬টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন প্রশাসন। অপরাধ একটাই, ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনা। ভারতের ‘বন্ধু’ ট্রাম্পের এই পদক্ষেপ আগামীতে কী সমীকরণের ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে চর্চা তুঙ্গে।
হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব না মানা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে কার্যত মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেছে এই ভারতীয় সংস্থাগুলি। সেই কারণেই মার্কিন সরকার এই কোম্পানিগুলির উপর জারি করেছে নিষেধাজ্ঞা। ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনায় বিশ্বজুড়ে মোট ২০টি সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতের এই ৬টি কোম্পানি।
মার্কিন স্বরাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, “ইরানি শাসকগোষ্ঠী মধ্যপ্রাচ্যে সংঘাতের ইন্ধন জোগাচ্ছে, অস্থিরতা তৈরির কর্মকাণ্ডের জন্য অর্থায়ন করছে। এমনকী নির্যাতন করছে নিজের দেশের জনগণের উপরেও। আমেরিকা যে ব্যবস্থা নিচ্ছে তার প্রধান উদ্দেশ্য হল, ইরানের আর্থিক শক্তি কমানো।” সেই কারণেই দেশটির বাণিজ্যে আঘাত হানতে চাইছে ট্রাম্প প্রশাসন। আর তার ফলস্বরূপ যারা ইরানের সঙ্গে বাণিজ্য করছে তাদের উপরও চাপানো হচ্ছে নিষেধাজ্ঞা।