প্রতিবেদন : নারীনিগ্রহের নৃশংসতা ফের ফুটে উঠল বিজেপিশাসিত ত্রিপুরায়। ধর্ষণের শিকার হল আরও এক নাবালিকা। অভিযোগ জানানোর পরেও ধর্ষকদের ধরতে পারেনি পুলিশ! স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে প্রশাসন। জানা গিয়েছে, ঘটনাটি ত্রিপুরার খোয়াই জেলার।
গত সোমবার সন্ধ্যায় মুদির দোকানে যাচ্ছিল ওই নাবালিকা। কিশোরীর সামনে একটি মোটরবাইক করে দুই দুষ্কৃতী এসে নামে। এরপর নাবালিকাকে পার্শ্ববর্তী এলাকার একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এমনকী ভয় দেখানো হয় যে, কাউকে বিষয়টি বললে প্রাণে মেরে ফেলা হবে। ধর্ষণের ভিডিও করা হয়। হুমকির সুরে বলা হয়, “কেউ যদি জানতে পারে, তাহলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হবে।”
এরপর স্থানীয়রা ওই নাবালিকাকে কাঁদতে দেখেই সঙ্গে সঙ্গে উদ্ধার করে বাড়িতে দিয়ে আসে। বাড়ি ফিরে বিষয়টি ওই নাবালিকা পরিবারের লোকজনকে জানায়। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়। তদন্তকারী দলের পদস্থ অফিসার জানিয়েছেন, তদন্তে জানা গিয়েছে, ওই দুই অভিযুক্ত একই জেলার বাসিন্দা। অনুমান করা হচ্ছে, কিছুদিন ধরেই ওই নাবালিকার সঙ্গে অভব্য আচরণ করছিল অভিযুক্তরা। এমনকী, শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়। তা নাকচ করার জেরেই ধর্ষণ করা হয়েছে। ইতিমধ্যেই পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।