কলকাতা: আসন্ন দুর্গোৎসব নিয়ে তোরজোড় শুরু রাজ্যে। পুজো কমিটিগুলির ভরসা ‘দিদি’র অনুদান। এবারেও তার অন্যথা হল। সকলকে সুখবর ফিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের তরফে এবার শারদোৎসবের অনুদানের পরিমাণ পেরিয়ে গেল লাখ টাকা। বৃহস্পতিবার পুজো কমিটিগুলির সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে এই খবর জানালেন।
২০২৪ সালে দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠকেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, এরপর সরকারি অনুদানের পরিমাণ লাখ টাকা করে দেবেন। সেইমতো উদ্যোক্তারাও আশায় ছিলেন। তবে মুখ্যমন্ত্রী আশাপূরণের অতিরিক্ত কিছু ঘোষণা করলেন। নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে মজা করেই বললেন, ”এবার ৯০ হাজার থাক। নাহলে ৯৫ হাজার।” এই প্রস্তাবে উদ্যোক্তারা নারাজ হওয়ায় হেসে মুখ্যমন্ত্রী বলেন, ”আচ্ছা, এক লক্ষ ১০ হাজার টাকা দেওয়া হবে। কলকাতা এবং জেলার সব পুজো এই অনুদান পাবে। সকলে খুব ভালো করে পুজো করুন। তবে দর্শনার্থীদের নিরাপত্তার দিকটিতে বিশেষ নজর রাখতে হবে।”
মমতা জানিয়েছেন, এবছর সমস্ত পুজো কমিটিকে সরকারের তরফে এক লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আগের বছরের তুলনায় ২৫ হাজার টাকা বাড়ানো হল এই অঙ্ক। বিদ্যুৎ খরচ ৮০ শতাংশ কমবে। ফায়ার লাইসেন্স ও যাবতীয় সরকারি ফি মকুব করা হয়েছে। পাশাপাশি, সকলকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি আরও ঘোষণা করেন, অক্টোবরের ২,৩, ৪ তারিখ বিসর্জন আর ৫ অক্টোবর হবে বিসর্জনের কার্নিভাল। তাঁর এই ঘোষণায় স্বভাবতই খুশি পুজো উদ্যোক্তারা।