কলকাতা: কিছুদিন কাটলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব। তার আগেই কলকাতা জুড়ে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। এর মধ্যেই শহরজুড়ে দেখা যাচ্ছে ‘সবুজরবেবাংলা’ টিজার পোস্টার। সকলের চোখ পড়লেও আদতে এই পোস্টারের রহস্য কী তা নিয়ে কৌতুহলী হয়ে পড়ছেন কলকাতাবাসী। অবশেষে সেই রহস্যেরই উদঘাটন হল। প্রকাশ্যে এল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকরণ করা শতবর্ষের টালা প্রত্যয়ের থিম।
টালা প্রত্যয়ের তরফে একটি সংবাদমাধ্যমকে শুভ বসু জানালেন এই নামকরণের নেপথ্যের কাহিনি। বলেন, ‘গতবছরই মুখ্যমন্ত্রী জানতে চেয়েছিলেন শতবর্ষ নিয়ে ক্লাবের কী পরিকল্পনা। এরপর সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা হয়। সেখানেই এবারের থিম নিয়ে আলোচনা হয়। থিমের মধ্যে দিয়ে সবুজ রক্ষার বার্তা দেওয়া হবে বলে জানানো হয়। দীর্ঘক্ষণ মন দিয়ে সম্পূর্ণ থিমভাবনা শোনার পর মুখ্যমন্ত্রী নিজেই বলেন, এই সৃজনের দারুণ একটা নাম হতে পারে। তা হল বীজ অঙ্গন।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রস্তাব তৎক্ষণাৎ লুফে নেয় ক্লাব।
গত মার্চে দোল উৎসবে ‘বীজগণিত’ নাম নিয়ে আত্মপ্রকাশ ঘটেছিল শতবর্ষের টালা প্রত্যয়ের পুজোর। এবার থিমের নাম দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর থিমের এই নামকরণ নিয়ে উচ্ছ্বসিত শিল্পী ভবতোষ সুতার। তিনি সংবাদমাধ্যমকে জানান, “দুর্গাপুজোর সঙ্গে যুক্ত প্রত্যেককে উৎসাহ দিতে মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে আসেন, পাশে দাঁড়ান, তা সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। পুজো শিল্পের প্রতি তাঁর এই ভালোবাসা আর আগ্রহ দেখে ভীষণই ভালো লাগে। নামটা আমারও পছন্দ হয়েছে।”