কলকাতা: বিগত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে বাংলাভাষীদের উপর বিজেপিশাসিত রাজ্যে চলছে অত্যাচার। এ নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছে তৃণমূল। ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বাংলাভাষীদের হেনস্থার বিরুদ্ধে গর্জে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ভোটার তালিকায় নজরদারির পাশাপাশি বাংলাভাষীদের উপর বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ৮ অগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে বসবেন। শুক্রবার বিকেল চারটেয় ভারচুয়ালি ওই বৈঠক করবেন তিনি। বুধবার দলের তরফে গোপন সার্কুলার দিয়ে সংশ্লিষ্টদের একথা জানানো হয়েছে। দলের সমস্ত সাংসদ, বিধায়ক, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকল জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরও ওই বৈঠকে অংশ নেবেন।
জানা গিয়েছে, সাংগঠনিকস্তরে তৃণমূল রাজ্য সভাপতি ছাড়া সমস্ত শাখা সংগঠনের প্রধান, রাজ্য তৃণমূল কমিটির সকল সদস্য, জেলা তৃণমূলের (মাদার) চেয়ারম্যান ও সভাপতি এবং কলকাতার সমস্ত ব্লক সভাপতিও অভিষেকের এই বৈঠকে থাকবেন। ওয়েবকুপা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠন বাদে সমস্ত শাখা সংগঠনের জেলা সভাপতি ও চেয়ারম্যানকেও এই ভার্চুয়াল বৈঠকে ডাকা হচ্ছে।