প্রতিবেদন : বৃহস্পতিবার থেকেই ওভালে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। তার আগে চোট-বিভ্রাট চিন্তা বাড়াল ইংরেজ শিবিরে। বুধবার জানা গেল, চোটের কারণে বৃহস্পতিবার মাঠে নামতে পারবেন না অধিনায়ক বেন স্টোকস। শুধু তাই নয়, জোফ্রা আর্চারকেও পাবে না ইংল্যান্ড। খেলতে পারবেন না লিয়াম ডসন এবং ব্রাইডন কার্সও।
ম্যাঞ্চেস্টার টেস্টে ব্যাট করতে গিয়ে চোট পেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। তবে চোট নিয়েই তিনি সেঞ্চুরি হাঁকান। বল হাতেও দুরন্ত পারফর্ম করেন স্টোকস। শেষ পর্যন্ত টেস্ট জিততে পারেনি ইংল্যান্ড। জাদেজা-সুন্দরের লড়াকু সেঞ্চুরিতে ড্র করে ভারত। ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছিল স্টোকসকেই।
পাশাপাশি, আরও তিন বোলারকে বাদ দিয়ে ওভালে নামবে ইংল্যান্ড। লর্ডস টেস্টে দলে ফেরার পর থেকে বেশ ভাল ফর্মে ছিলেন জোফ্রা আর্চার। কিন্তু তিনি ওভাল টেস্টে খেলবেন না। আট বছর পরে টেস্ট দলে ফিরেছিলেন লিয়াম ডসন। কিন্তু ওভাল টেস্টে তিনিও খেলবেন না। বল হাতে চলতি সিরিজে সেভাবে নজর কাড়তে পারেননি ব্রাইডন কার্স। কিন্তু লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভারতকে সমস্যায় ফেলেছেন। ওভালে তাঁকে পাবে না ইংল্যান্ড। দলে এসেছেন জ্যাকব বেথেল, গাস অ্যাটকিনসন, জশ টঙ্গ, জেমি ওভার্টন। আপাতত সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে শুভমন গিলরা। ওভাল টেস্ট জিতলে সিরিজ ড্র করে দেশে ফিরবে টিম ইন্ডিয়া।