কলকাতা: আজ ২৯ জুলাই। মোহনবাগান দিবস। গৌরবময় এই দিনটিতে সবুজ মেরুন ক্লাব ও সমর্থকদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর এই বিশেষ দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সবুজ-মেরুন সমর্থকরা। বিশেষ এই দিনে পত্রের মাধ্যমে বার্তা দিয়েছেন মমতা।
মমতা লেখেন, “আজ ২৯ জুলাই। মোহনবাগান দিবস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপন করা হবে জেনে খুবই আনন্দিত। কেবল মোহনবাগানের ইতিহাসেই নয়, ভারতীয় ফুটবলের ইতিহাসেও দিনটির গুরুত্ব অপরিসীম। ১৯১১ সালের এই দিনেই মোহনবাগান প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ব্রিটিশ দলকে হারিয়ে ঐতিহ্যশালী আইএফএ শিল্ড জিতেছিল। যা খেলাধুলার ঊর্ধ্বে গিয়ে জাতীয় গর্বের প্রতীক হয়ে ওঠে। এটি নিছকই কেবল জয় নয়, বরং এক অপরিসীম গৌরবের মুহূর্ত ছিল। যা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে দেশপ্রেমের উচ্ছ্বাস জাগিয়ে তুলেছিল।”
মুখ্যমন্ত্রীর কথায়, “গর্বের এই মুহূর্তে আমি সমগ্র মোহনবাগান পরিবারকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানটি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে আরও উচ্চতায় আসীন হবে।’ উল্লেখ্য, মঙ্গলবার দুপুর থেকে একে একে অনুষ্ঠান রয়েছেন মোহনবাগান ক্লাব তাঁবুতে। শুরুতে দুপুরে ক্লাবের অমর একাদশে মাল্যদান। তারপর ক্লাবের পতাকা উত্তোলন। সব শেষে ক্লাব মাঠে প্রাক্তন ফুটবলারদের ফুটবল ম্যাচ। যেখানে অংশ নেওয়ার জন্য প্রতি বছর প্রাক্তন ফুটবলাররা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বলতে গেলে মোহনবাগান ডে হচ্ছে, প্রাক্তন মোহনবাগান ফুটবলারদের ‘রি ইউনিয়ন’।”
এদিন মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যার শুভারম্ভ সৌরেন্দ্র আর সৌম্যজিতের গানের মাধ্যমে। এরপরই একে একে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেরা ফুটবলার, সেরা স্ট্রাইকার, সেরা ক্রিকেটার, অ্যাথলিট এরকম নানাবিধ পুরস্কার প্রদানের পর। প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু ওরফে টুটু বসু মঞ্চে উঠবেন ‘মোহনবাগান রত্ন’ সম্মান নিতে। সব শেষে রয়েছে ইমন চক্রবর্তীর সঙ্গীত পরিবেশন।




