শ্রীনগর : অপারেশন ‘সিঁদুর’-এর পর আরও একবার পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা। এবার অপারেশন ‘মহাদেব’ অভিযানে জম্মু ও কাশ্মীরে সেনার গুলিতে খতম হল ৩ জঙ্গি। সূত্রের খবর, নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে বৈসরন উপত্যকায় হামলার মাস্টারমাইন্ড সুলেমান মুসা ও তার দুই সঙ্গী। পাক মদতপুষ্ট জেহাদি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য মুসা। পাক সেনাতে হাশিম মুসা নামে কাজ করত সে।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে শ্রীনগরের দাচিগাম জঙ্গল এলাকায় অভিযানে নেমেছিল ভারতীয় সেনার চিনার কোর। অভিযানের নাম ছিল অপারেশন ‘মহাদেব’। জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিকে টার্গেট করে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। এই অবস্থায় পিছু হঠার জায়গা না পেয়ে সেনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর তিন জঙ্গির মৃত্যু হয়।
নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে বৈসরন উপত্যকায় হামলার মাস্টারমাইন্ড সুলেমান মুসা ও তার দুই সঙ্গী আবু হামজা এবং ইয়াসির। ওই অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, মৃত জঙ্গিরা প্রত্যেকেই লস্কর-ই-তইবার সদস্য। যদিও সরকারিভাবে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
পহেলগাঁও সন্ত্রাসী হামলায় তিন পাক জঙ্গি যুক্ত ছিল বলে আগেই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ঘটনার তদন্তে নেমে কাশ্মীরের স্থানীয় দুজনকে গ্রেফতার করেছে এনআইএ। পাশাপাশি জানানো হয়েছে, এই হামলায় যুক্ত ৩ লস্কর জঙ্গি যারা পাক নাগরিক। যদিও তদন্তকারী সংস্থা এখনও তাদের নাম প্রকাশ করেনি। উপযুক্ত সময়ে এই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে বলেই জানা গিয়েছে।




