বোলপুর: রাজ্যের বাইরে কাজে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি দাগিয়ে চলছে অত্যাচার। এর প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের এই মিছিল থেকেই এবার নাম না করে মোদীকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার বোলপুরে মিছিল করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি বললেন, ‘নেতাজি-শহিদ-স্বরাজদীপকে ভুলে গেলেন?’ এরপরই ভিনরাজ্যে হেনস্তার শিকার হওয়া বাঙালিদের ঘরে ফেরার পরামর্শ দিলেন তিনি। বললেন, “আমি অর্ধেক রুটি খেলে আপনিও পাবেন। ফিরে আসুন, যারা ভালোবাসেনা তাঁদের কাছে থাকবেন না।”
স্বাধীনতায় বাংলা ও বাঙালির ভূমিকা মনে করিয়ে মমতা বলেন, “রেশন, আধার, প্যান কার্ড থাকা সত্ত্বেও অত্যাচার করা হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। মনে রাখবেন, এটা বাংলা। এরা দেশ স্বাধীন করতে পারে, বাল্যবিবাহ রোধ করতে পারে। সতীদাহ প্রথা করতে পারে।” মোদির নাম না ররে মমতার উক্তি, “নেতাজি-শহিদ-স্বরাজদীপকে ভুলে গেলেন? ইতিহাস ভুলবেন না। বাংলার গুরুত্ব ভুলবেন না।”
তাঁর কথায়, “আমি কোনও ভাষার বিরোধী নই। আমরা একতা চাই। এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার মূল অস্ত্র একতা।” হুঙ্কার ছেড়ে মমতা বললেন, “জীবন দিয়ে দেব, কিন্তু ভাষা কাড়তে দেব না।” এরপরই ভিনরাজ্যে কর্মরত বাঙালিদের ঘরে ফেরার পরামর্শ দেন মমতা। তিনি বলেন, “যাঁরা ভালোবাসে না তাঁদের কাছে থাকবেন না। বাংলায় কাজ রয়েছে। বাংলায় ফিরে আসুন।” তিনি আশ্বাস দিয়ে বলেন, “আমি অর্ধেক রুটি খেলে আপনিও পাবেন।”




