প্রতিবেদন : আজ ২১ জুলাই। প্রতি বছরের মতোই কলকাতার ধর্মতলায় আয়োজিত হচ্ছে তৃণমূলের শহীদ দিবসের মেগা সমাবেশ। শহীদ স্মরণের মঞ্চে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে নজর থাকবে সকলেরই। আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচনের আগে মমতার বক্তব্য নিয়ে আগ্রহ রয়েছে রাজধানীর রাজনীতির অন্দরমহলেও। আগামী বছরের বিধানসভা ভোটের রূপরেখা ধর্মতলার মঞ্চ থেকেই তৃণমূলনেত্রী ঠিক করে দেবেন, এমনই মনে করছেন অনেকে।
পাশাপাশি, আসন্ন দিনগুলিতে জাতীয় রাজনীতির মঞ্চে তৃণমূলের ভূমিকা কী হতে চলেছে, সেই প্রশ্নের উত্তরও আজই মিলবে বলেই অনুমান রাজনৈতিক মহলের। জাতীয় রাজনৈতিক ক্ষেত্রে, বলা ভালো ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি কতটা সক্রিয় থাকবে, সেই উত্তরও মুখ্যমন্ত্রীর ভাষণ থেকে স্পষ্ট হবে বলেই মনে করছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
প্রসঙ্গত, প্রদেশ কংগ্রেসের তরফে মমতার ভাষণের সমালোচনা করা হলেও জাতীয় স্তরের নেতারা তা থেকে বিরত থাকবেন বলেই জানিয়েছে সূত্র। সদ্য ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ও সক্রিয় ভূমিকা পালনের পরে সংসদে কংগ্রস ও তৃণমূলের মধ্যে সমন্বয় থাকবে বলেই মনে করা হচ্ছে। বিজেপিকে বিপাকে ফেলতে যা প্রয়োজনীয় বলেই মনে করছে কংগ্রেস নেতৃত্ব।