কলকাতা : সবুজ রঙের শাড়ি। সঙ্গী হলুদ পাড়। আর আঁচলে আঁকা রয়েছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। এই শাড়ি পরেই আজ, ২১ জুলাই, ধর্মতলার শহীদ দিবসের সমাবেশের উদ্দেশ্যে রওনা দিলেন দুর্গাপুরের পাণ্ডবেশ্বর ব্লকের মহিলা তৃণমূল ব্রিগেড। ‘দিদি’র আঁচলে তাঁরা নিরাপদ, এমনই জানিয়েছেন সেই কর্মীরা।
জনৈক কর্মী জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয়ে। এবার আমরা তাঁকে অঙ্গে ধারণ করলাম। দিদির আঁচলে আমরা নিরাপদ। বিজেপির কাজ শুধু অপপ্রচার করা। এ রাজ্যের মায়েরা ও বোনেরা সম্পূর্ণ নিরাপদ।” গত শুক্রবার দুর্গাপুরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভামঞ্চ থেকে তিনি দাবি করেন, হাসপাতাল হোক কিংবা কলেজ, রাজ্যের মহিলারা নাকি কোথাও সুরক্ষিত নন! তবে সে অভিযোগে যে একেবারেই ধোপে টেকেনি, তারই প্রমাণ দিল পাণ্ডবেশ্বরের মহিলা তৃণমূল ব্রিগেড।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমাবেশ। প্রতি বছরের মতোই জনজোয়ারে ভেসেছে ধর্মতলা চত্বর। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি বিরোধী লড়াইয়ের কোন সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা শুনতে মুখিয়ে রয়েছে সকলে। পুরো কলকাতাকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছে প্রশাসন। রাস্তায় রাস্তায় জারি পুলিশি টহল। সকাল থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে যানবাহনও।