নয়াদিল্লি : সোমবার থেকেই আরম্ভ হয়ে যাচ্ছে সংসদের বাদল অধিবেশন। এবারের অধিবেশনে একাধিক বিষয় আলোচিত হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা থেকে শুরু করে বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন-সহ নানান ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠবে সংসদ। তবে সেসব প্রশ্নের জবাবে কেন্দ্র কী জানায়, সেদিকেই তাকিয়ে সবাই।
বাদল অধিবেশন চলবে ২১ আগস্ট পর্যন্ত। তবে এর মাঝে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ১৫ আগস্ট অধিবেশন বন্ধ থাকবে। তাছাড়া স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির জন্য ১৩ ও ১৪ তারিখ অধিবেশন বসবে না। সব মিলিয়ে মোট ২১টি অধিবেশন হবে সংসদের দুই কক্ষে। অধিবেশন শুরুর আগে প্রথামাফিক সর্বদল বৈঠক ডেকে সহযোগিতার বার্তা দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তবে অপারেশন সিঁদুর বা পহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ অধিবেশন চেয়েছিল বিরোধীরা। সেই দাবি মানেনি কেন্দ্র। ফলে এই ইস্যুতে ঝড় উঠতে পারে সংসদে। সবমিলিয়ে ১৫টি বিল পেশ হতে পারে বাদল অধিবেশনে। তারমধ্যে অন্যতম আয়কর বিল।
প্রসঙ্গত, পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পরেই ঘটে আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনা। সেই নিয়েও কেন্দ্রের থেকে জবাবদিহি চাইতে পারে বিরোধীরা। বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিষয়টিও। অধিবেশন শুরুর দু’দিনের মধ্যেই বিদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৩ থেকে ২৬ জুলাই ব্রিটেন ও মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরের প্রথম পর্বে ২৩ ও ২৪ জুলাই প্রধানমন্ত্রী মোদী যাবেন ব্রিটেনে। সেখানে ভারত ও ব্রিটেনের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হবে। ফলে সংসদে সেভাবে তাঁকে দেখা যাবে না বলেই অনুমান সকলের