কলকাতা : আর মাত্র দু’দিনের অপেক্ষা। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং সাউথ ইউনাইটেড। এবছর ডুরান্ডের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’বছর আগেও তিনি ডুরান্ডের সূচনা করেছিলেন। গতবছর সরকারি কাজে দিল্লিতে থাকায় উদ্বোধনে আসতে পারেননি। তবে এবার থাকবেন মুখ্যমন্ত্রী। এছাড়া ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পদাধিকারীরাও থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।
প্রতিবছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ডুরান্ডের উদ্বোধন করা হচ্ছে। বুধবার বিকেলে সাড়ে চারটে নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হওয়ার কথা। এবারও থাকছে ‘ফ্লাইপাস্ট’। সেনাবাহিনীর হেলিকপ্টার পাইলটরা যুবভারতীর উপর করবেন ‘এয়ার শো’। পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশনের সদস্যরাও নিজেদের মতো করে পারফর্ম করবেন। গোর্খা রেজিমেন্টের ‘কুকরি শো’ থেকে শুরু করে শিখ রেজিমেন্টের ‘ভাংড়া’ও থাকছে। সঙ্গে থাকবে মার্শাল আর্টের শো। চলবে সেনাবাহিনীর নিজস্ব ব্যান্ডের সঙ্গীত।
পাশাপাশি, অনুষ্ঠানের অংশ হবেন ছৌ নৃত্যশিল্পীরা। তবে এবার উদ্বোধনী অনুষ্ঠানের সূচি তৈরির ক্ষেত্রে স্থানীয় সংস্কৃতির উপর বিশেষভাবে জোর দিয়েছেন আয়োজকরা। সেই সূত্রেই বাংলার বাউল সঙ্গীতের উপস্থিতি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে। সবমিলিয়ে আঘধণ্টা এই উদ্বোধনী অনুষ্ঠান চলবে। ম্যাচের কিক অফ হবে সাড়ে পাঁচটার সময়। অবশ্য শুধু কলকাতা নয়, ডুরান্ডের বাকি চার আয়োজক শহরেও উদ্বোধনী অনুষ্ঠান হবে। জামশেদপুর, ইম্ফল, কোকরাঝাড় এবং শিলংয়ে প্রথম ম্যাচের আগে এমন অনুষ্ঠান হবে বলে জানিয়েছে সূত্র।
উল্লেখ্য, ইতিমধ্যেই ডুরান্ডের জন্য টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনের পাশাপাশি ময়দানের তিন প্রধানের তাঁবু এবং যুবভারতীর কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন সমর্থকরা। এমনকী তিন প্রধান ক্লাবের ম্যাচের দিন সংশ্লিষ্ট ক্লাবের তাঁবু থেকে টিকিট কেনা যাবে। ডায়মন্ডহারবার এফসি-র ম্যাচের টিকিটও পাওয়া যাবে মহামেডান ক্লাব থেকে। তবে ম্যাচের দিন যুবভারতীর কাউন্টার বন্ধ থাকবে। ইতিমধ্যে সাধারণ সমর্থকদের জন্য পঞ্চাশ, একশো এবং দু’শো টাকা মূল্যের টিকিট ছেড়েছে কর্তৃপক্ষ।