কলকাতা: ইতিমধ্যেই ধর্মতলার সভাস্থলে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চেও উঠেছেন তিনি। পাশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতামন্ত্রীরা। সেখানে হাজির হয়েই কাশ্মীরের জঙ্গি হামলায় মৃত ঝন্টু আলি শেখ এবং বিতান অধিকারীর পরিবারকে এক লক্ষ টাকার অনুদানের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের একুশের মঞ্চে তারকাদের ভিড়। এসেছেন টলিউডের একঝাঁক অভিনেতা – ভরত কল, রিমঝিম গুপ্ত, দেবলীনা কুমার, তৃণা সাহা প্রমুখ। হাজির আছেন তৃণমূলের নেতামন্ত্রীরা।
এই মঞ্চ থেকেই আদিবাসীদের অধিকার রক্ষার বার্তায় সরব রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। একুশের মঞ্চে বিজেপিকে তোপ দেগে বললেন, ”তৃণমূলের ঝান্ডা আরও শক্ত করে ধরে তোমাদের উৎখাত করবই।” অন্যদিকে, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ১৯৯৩ সালে আজকের দিনের ইতিহাস স্মরণ করালেন। মনে করিয়ে দিলেন, গণতন্ত্র রক্ষায় তা ছিল এক বড় লড়াই। সচিত্র পরিচয়পত্রের দাবিতে সেই রক্তক্ষয়ী আন্দোলন ব্যর্থ হয়নি। সেদিনের শহিদদের স্মরণেই আজকের সভা।