কলকাতা: ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়েছে ধর্মতলা। সারা কলকাতা জুড়ে মানুষের ঢল। অপেক্ষা শুধু অভিষেক ও মমতার বক্তব্যের। এর মধ্যেই ধর্মতলার সভাস্থলে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহিদদের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন অভিষেক। মঞ্চেও হাজির হলেন তিনি। এরপরেই হাজির হবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের একুশের মঞ্চে তারকাদের ভিড়। এসেছেন টলিউডের একঝাঁক অভিনেতা – ভরত কল, রিমঝিম গুপ্ত, দেবলীনা কুমার, তৃণা সাহা প্রমুখ। হাজির আছেন তৃণমূলের নেতামন্ত্রীরা।
এই মঞ্চ থেকেই আদিবাসীদের অধিকার রক্ষার বার্তায় সরব রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। একুশের মঞ্চে বিজেপিকে তোপ দেগে বললেন, ”তৃণমূলের ঝান্ডা আরও শক্ত করে ধরে তোমাদের উৎখাত করবই।” অন্যদিকে, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ১৯৯৩ সালে আজকের দিনের ইতিহাস স্মরণ করালেন। মনে করিয়ে দিলেন, গণতন্ত্র রক্ষায় তা ছিল এক বড় লড়াই। সচিত্র পরিচয়পত্রের দাবিতে সেই রক্তক্ষয়ী আন্দোলন ব্যর্থ হয়নি। সেদিনের শহিদদের স্মরণেই আজকের সভা।
উল্লেখ্য, সাধারণ মানুষের ভিড়ে রয়েছে দিদিপ্রেমী ভক্তদের ভিড়। ‘দিদি’র দান! ঘাটাল থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ হাতে ধর্মতলায় একুশে জুলাইয়ের সভাস্থলে মহিলা সমর্থকরা। আবার চার্লি চ্যাপলিন সেজে ধর্মতলায় তৃণমূলের সভাস্থলে নজর কাড়লেন সমর্থক। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আঁকা শাড়ি পরে হাজির হয়েছেন এক মহিলা সমর্থক।