প্রতিবেদন: ফের বিমান নিয়ে বিপত্তি। যাত্রীসমেত রওনা দিয়ে কিছুক্ষণ উড়েই বিমান ফেরাতে হল বিমানবন্দরে। মাঝ আকাশেই বিপত্তি! এয়ার ইন্ডিয়ার বিমানকে ফেরানো হল বিমানবন্দরে। হায়দরাবাদ থেকে ফুকেত যাওয়ার পথেই ঘটল বিপত্তি।
শনিবার সকালে হায়দরাবাদ থেকে থাইল্যান্ডের ফুকেত যাচ্ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি। যাত্রীদের নিয়ে সকাল ৬টা বেজে ৪০ মিনিটে হায়দরাবাদ বিমানবন্দর থেকে আকাশে ওড়ে বিমানটি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মুখ ঘুরিয়ে বিমানবন্দরে ফিরে যায় উড়ান। তবে এয়ার ইন্ডিয়া বা বিমানবন্দর কর্তৃপক্ষ এ নিয়ে কিছু জানায়নি এখনও পর্যন্ত।
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি এয়ার ইন্ডিয়া। সকাল ১১টা বেজে ৪৫ মিনিটে ফুকেত পৌঁছনোর কথা ছিল বিমানটির। এই বিমানটিও আমেরিকার সংস্থা বোয়িং-এর 737 Max 8 বলে জানা গিয়েছে। সবমিলিয়ে ১৬ মিনিট আকাশে ছিল বিমানটি। এর পর বিমানবন্দরে ফিরে যায়। আকাশে ওড়ার পর হঠাৎ কেন বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়া হল বিমানটিকে, তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।।