মুম্বই : ছত্তিশগড়, দিল্লির পর এবার মহারাষ্ট্র। আরও এক বিজেপিশাসিত রাজ্যে বেআব্রু হল পাহাড়প্রমাণ আর্থিক নয়ছয়ের চিত্র। উঠল কোটি কোটি টাকার আবগারি দুর্নীতির অভিযোগ। জানা গিয়েছে, মদের লাইসেন্স পুনর্নবীকরণ-সহ একাধিক ক্ষেত্রে কারচুপির জেরে সরকারের ক্ষতি হয়েছে ১০০ কোটি টাকারও বেশি! ‘কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল’ বা ‘সিএজি’র রিপোর্টে প্রকাশ্যে এসেছে এই তথ্য। সরব হয়েছে বিরোধী শিবির। এর নেপথ্যে বিরাট দুর্নীতি থাকতে পারে বলেই অভিযোগ।
‘ক্যাগ’-এর রিপোর্ট অনুযায়ী, মদের লাইসেন্স পুনর্নবীকরণে ফি-এর ভুল মুল্যায়নের জেরে ২০.১৫ কোটি টাকা রাজস্ব ও সুদ বাবদ আরও ৭০.২২ কোটি টাকার ক্ষতি হয়েছে। অডিটে আরও জানানো হয়েছে, সুপারভিশন বা তত্ত্বাবিধান ফি লাগু করায় ব্যর্থতার কারণে ১.২০ কোটি টাকা অতিরিক্ত ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, তৎকালীন আবগারি কমিশনার রাজ্যসরকারের অনুমোদন ছাড়াই বিহারের পুরনো মজুদের উপর আবগারি শুল্ক মুকুব করেন। রাসায়নিক বিশ্লেষণের জন্য মাইন্ড বিয়ার-এর নমুনা দেরিতে জমা দেওয়ার কারণে ব্যর্থ হয় ৭৩.১৮ কোটি টাকার কর আদায়।
পাশাপাশি অডিটে আরও জানানো হয়েছে, বহুপণ্য ও ব্র্যান্ডের উৎপাদন খরচ অবমূল্যায়নের জেরে আবগারি শুল্কে ৩৮.৩৪ কোটি টাকার রাজস্ব ক্ষতি ও আমদানি করা বিদেশি মদের ক্রয় খরচে ত্রুটির কারণে ২০১৮ সালের আগস্ট থেকে ২০২২ সালের মার্চের মধ্যে ১১.৪৮ কোটি ও ২০১৭ সালের মে থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত খরচ হয়েছে ২.৮৯ কোটি। প্রশাসনিক গাফিলতির জেরে এই বিপুল আর্থিক ক্ষতির তদন্ত হওয়া উচিত বলে মনে করছে সিএজি।